



শুভ্রাংশু চন্দ ★ সাশ্রয় নিউজ : লিডস টেস্ট যেন ঋষভ পন্তের (Rishabh Pant) রেকর্ড গড়ার মঞ্চে পরিণত হয়েছিল। ব্যাট হাতে একের পর এক কীর্তি গড়ে শুধু ভারতীয় ক্রিকেটের ইতিহাসে নয়, আন্তর্জাতিক ক্রিকেটের পাতায়ও নিজের নাম চিরস্থায়ী করে রাখলেন এই বাঁহাতি উইকেটকিপার-ব্যাটার। শতরানের মাধ্যমে মাইলফলক ছুঁলেন, ছক্কা মেরে রেকর্ডের মালিক হলেন, আর উইকেটকিপারদের তালিকায় মহেন্দ্র সিং ধোনি (MS Dhoni)-কেও টপকে গেলেন।লিডস টেস্টের প্রথম ইনিংসেই ১০২ রানের অনবদ্য ইনিংস খেলেন ঋষভ। এই শতরানেই ভাঙলেন ধোনির রেকর্ড, ভারতের হয়ে সর্বাধিক টেস্ট শতরান করা উইকেটকিপার-ব্যাটার এখন তিনি। যেখানে ধোনির নামের পাশে রয়েছে ৬টি শতরান (১৪৪ ইনিংসে), সেখানে মাত্র ৭৬টি ইনিংসেই সপ্তম শতরান করে ফেললেন ঋষভ। এই তালিকায় এখন তৃতীয় স্থানে রয়েছেন ঋদ্ধিমান সাহা (Wriddhiman Saha), যাঁর রয়েছে তিনটি শতরান। শতরান যে কেবল একটিই রেকর্ড ভেঙেছে তা নয়, বরং তৈরি করেছে আরও নতুন নতুন নজির। ইংল্যান্ডের মাটিতে এটি পন্তের তৃতীয় টেস্ট শতরান। ২০১৮ সালে ওভাল টেস্টে করেছিলেন ১১৪ রান, ২০২২ সালে বার্মিংহ্যামে ১৪৬ রান, আর এবারে ২০২৫ সালে লিডসে ১০২। কোনও বিদেশি উইকেটকিপার-ব্যাটার এর আগে ইংল্যান্ডে টেস্ট ক্রিকেটে তিনটি শতরান করতে পারেননি, এখানেও পন্ত এখন একাই অনন্য।
লিডসে শতরান পূরণ করেন আরও এক ব্যতিক্রমী কায়দায়, ছক্কা মেরে। এই নিয়ে টেস্ট ক্রিকেটে তৃতীয়বার ছক্কা মেরে শতরান করলেন পন্ত। এর আগেও দু’বার ঠিক এমনভাবেই শতরান করেছিলেন, ও তিনবারই ইংল্যান্ডের স্পিনারদের বিরুদ্ধেই! এই রেকর্ডে তিনি ছুঁয়ে ফেললেন রোহিত শর্মা (Rohit Sharma)-কে। তিনবার করে ছক্কা মেরে শতরান রয়েছে দু’জনেরই। ভারতের হয়ে এই দৌড়ে এগিয়ে রয়েছেন কেবলমাত্র সচিন তেন্ডুলকর (Sachin Tendulkar), যিনি ছ’বার ছক্কা মেরে শতরান করেছিলেন। শুধু শতরানের সংখ্যা নয়, ছক্কা মারার দিক দিয়েও পন্ত করে ফেলেছেন ঐতিহাসিক কীর্তি। মহেন্দ্র সিং ধোনি যেখানে তাঁর টেস্ট কেরিয়ারে (১৪৪ ইনিংসে) ৭৮টি ছক্কা মেরেছিলেন, পন্ত ইতিমধ্যে তা ছাপিয়ে গেছেন। লিডসেই ছ’টি ছক্কা মেরে তাঁর মোট ছক্কার সংখ্যা দাঁড়িয়েছে ৭৯-এ। এই পরিসংখ্যান অনুসারে ভারতের হয়ে টেস্টে সর্বাধিক ছক্কা হাঁকানোর তালিকায় পন্ত এখন রয়েছেন তৃতীয় স্থানে। তাঁর আগে রয়েছেন রোহিত শর্মা (৮৮ ছক্কা, ১১৬ ইনিংস) এবং বীরেন্দ্র সেহওয়াগ (Virender Sehwag) (৯০ ছক্কা, ১৮০ ইনিংস)। এই তালিকাতেও পন্তের উত্থান দ্রুতগতিতে।
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপেও (World Test Championship) ব্যতিক্রমী ছন্দে রয়েছেন তিনি। ছক্কা মারার নিরিখে এবার রোহিতকেও ছাড়িয়ে গেলেন পন্ত। রোহিত যেখানে চ্যাম্পিয়নশিপের বিভিন্ন ম্যাচ মিলিয়ে ৫৬টি ছক্কা মেরেছিলেন, পন্ত সেই সংখ্যায় পৌঁছে যান লিডসের প্রথম দিনেই। আর দ্বিতীয় দিনে রোহিতকে ছাড়িয়ে এক ধাপ ওপরে উঠে যান তিনি। বর্তমানে এই বিভাগে শীর্ষে রয়েছেন ইংল্যান্ডের অধিনায়ক বেন স্টোকস (Ben Stokes), যাঁর ছক্কার সংখ্যা ৮০। ঋষভের এই রেকর্ডময় ইনিংসের তাৎপর্য আরও বেড়ে যায় তাঁর সাম্প্রতিক অতীতের প্রেক্ষিতে। গাড়ি দুর্ঘটনার পরে দীর্ঘদিন মাঠের বাইরে ছিলেন তিনি। সেই অনুপস্থিতি, রিহ্যাব, পুনর্বাসনের কঠিন লড়াই পেরিয়ে আন্তর্জাতিক মঞ্চে এমন প্রত্যাবর্তন নিঃসন্দেহে অনুপ্রেরণামূলক। তাঁর ব্যাট যেন এবার আরও ধারালো, আরও নির্ভরযোগ্য। ক্রিকেটবিশ্ব দেখল এক ‘কমব্যাক’ নয়, এক ‘মাইলফলক’-এর ফিরে আসা।লিডস টেস্টে ভারতীয় দল যখন ব্যাটিং বিপর্যয়ের মুখে, তখন একাই দলকে টেনে তোলেন পন্ত। টেকনিক, আগ্রাসন ও ধারাবাহিকতা মিলিয়ে এই ইনিংস ক্রিকেটপ্রেমীদের মনে বহুদিন থেকে যাবে। এবং সঙ্গে থাকবে সংখ্যার ওই বিশাল তালিকা, সেখানে বারবার উঠে আসবে একটি নাম, ঋষভ পন্ত। অন্যদিকে, আইপিএল-এ ২৭ কোটির প্লেয়ার ফ্লপ, অথচ দেশের হয়ে ইংল্যান্ডের মাটিতে ডাবল সেঞ্চুরি।
ছবি : সংগৃহীত
আরও পড়ুন : Sourav Gangly, VVS Laxman | নীরবতা আর প্রত্যাবর্তনের মাঝে রাগ অভিমানের গল্প, লক্ষ্মণকে বাদ দেওয়ার সেই সিদ্ধান্তের গোপন কথা জানালেন সৌরভ
