Sasraya News

Rinku Singh Priya Saroj Engagement : রিঙ্কু-প্রিয়ার জীবনের নতুন ইনিংস : বাগদানে খুশির আবহ

Listen

শর্মিষ্ঠা সাহা মৈত্র ★ লখনউ : ক্রিকেট মাঠে দুর্দান্ত পারফরম্যান্সের পর এবার ব্যক্তিগত জীবনেও নতুন ইনিংস শুরু করতে চলেছেন নাইট তারকা রিঙ্কু সিং (Rinku Singh)। গত রবিবার উত্তরপ্রদেশের রাজধানী লখনউয়ে সাড়ম্বরে অনুষ্ঠিত হয়ে গেল তাঁর বাগদান পর্ব (Engagement) । পাত্রীর নাম প্রিয়া সরোজ (Priya Saroj)। প্রিয়া নতুন প্রজন্মের এক আত্মবিশ্বাসী রাজনীতিক। তিনি সদ্যসমাপ্ত লোকসভা নির্বাচনে জিতে সাংসদ হয়েছেন। দুই পরিবার মিলে আয়োজিত এই অনুষ্ঠান ছিল ব্যক্তিগত পরিসরে, তবে এর উষ্ণতা ছড়িয়ে পড়েছে দেশের ক্রীড়ামোদী ও রাজনৈতিক মহল জুড়ে।

রিঙ্কু সিং ও প্রিয়া সরোজ এনগেজমেন্ট। ছবি : সংগৃহীত

সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই ভাইরাল হয়ে উঠেছে রিঙ্কু ও প্রিয়ার বাগদানের ছবি। শ্বেতশুভ্র শেরওয়ানিতে রিঙ্কু এবং হালকা গোলাপি লেহেঙ্গায় সজ্জিত প্রিয়া। তাঁদের একসঙ্গে ছবি যেন দুই ভিন্ন জগতের সংমিশ্রণের নিখুঁত উদাহরণ।

রিঙ্কু সিং ও প্রিয়া সরোজ এনগেজমেন্ট-এর মুহূর্ত। ছবি : সংগৃহীত

ক্রীড়া আর রাজনীতির দুই মুখ একসঙ্গে এক নতুন অধ্যায়ের সূচনা করলেন এই অনুষ্ঠানের মাধ্যমে। ঘরোয়া আয়োজনে হওয়া এই বাগদানের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুই পরিবারের সদস্য, ঘনিষ্ঠ আত্মীয়-স্বজন, ও কিছু রাজনৈতিক হেভিওয়েট। উপস্থিত ছিলেন সমাজবাদী পার্টির বর্ষীয়ান নেতা রামগোপাল যাদব (Ramgopal Yadav)। তিনি বলেন, “দু’জনকেই শুভেচ্ছা জানাতে এসেছি। ওরা যেন সুখী হয়, সেটাই কাম্য।” প্রিয়ার বাবা তুফানি সরোজ (Toofani Saroj) নিজেও একসময় তিনবার সাংসদ ছিলেন ও বর্তমানে তিনি কেরাকাটের বিধায়ক। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, “আজ ওদের বাগদানের অনুষ্ঠান। আমরা খুব খুশি। আশীর্বাদ জানাতে সবাই এসেছেন।” বাগদানের আগে রিঙ্কু ও তাঁর বোন নেহা সিং (Neha Singh) একটি মন্দিরে গিয়ে পুজো দেন। সেই ছবিও ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে অনলাইন দুনিয়ায়। অনেকের চোখেই পড়েছে, বাগদানের দিনটিকে ঘিরে রিঙ্কুর মুখে এক আলাদা রকমের প্রশান্তি আর উত্তেজনা।

প্রিয়া সরোজ, মাত্র ২৬ বছর বয়সেই মছলিশহর লোকসভা কেন্দ্র থেকে জয়ী হয়ে সাংসদ হয়েছেন। বিজেপি-র বিপি সরোজকে (B.P. Saroj) প্রায় ৩০ হাজার ভোটে হারিয়ে তিনি নিজের যোগ্যতা প্রমাণ করেছেন। আইন নিয়ে পড়াশোনা করা প্রিয়া একসময় বিচারক হওয়ার স্বপ্ন দেখতেন। তবে শেষ পর্যন্ত বাবার মতোই রাজনীতির পথে পা রাখেন। এবার সেই রাজনৈতিক জীবনে যুক্ত হলো ব্যক্তিগত সুখের নতুন অধ্যায়। রিঙ্কু ও প্রিয়ার সম্পর্কের গুঞ্জন প্রথম শোনা যায়, জানুয়ারি মাসে। এরপর ধীরে ধীরে প্রকাশ্যে আসে তাঁদের একসঙ্গে দেখা যাওয়ার ঘটনাগুলি। সম্প্রতি কুলদীপ যাদবের (Kuldeep Yadav) বাগদানে তাঁদের একসঙ্গে দেখা যায়, যা নিয়েও নানা আলোচনা হয়। তবে এই রবিবার আনুষ্ঠানিকভাবে তাঁদের সম্পর্ক পরিণতি পেল বাগদানের মাধ্যমে। উল্লেখ্য যে, এরপরের পরবর্তী গন্তব্য বিয়ে। সূত্রের খবর, চলতি বছরের শেষদিকে অর্থাৎ ১৮ নভেম্বর, বারাণসীর (Varanasi) একটি নামী হোটেলে বিয়ের অনুষ্ঠান হতে পারে। সেই আয়োজনে রাজনৈতিক মহল, ক্রীড়াজগত এবং চলচ্চিত্র শিল্পের অনেক বিশিষ্ট ব্যক্তির উপস্থিত থাকার সম্ভাবনা রয়েছে। অনুষ্ঠানটি হতে চলেছে আরও বৃহৎ ও জমকালো।

রিঙ্কু সিং ও প্রিয়া সরোজ এনগেজমেন্ট-এর মুহূর্ত। একসঙ্গে রিঙ্কু ও প্রিয়া। ছবি : সংগৃহীত

রিঙ্কু সিং, ক্রিকেট দুনিয়ায় তাঁর লড়াই ও সাফল্যের জন্য পরিচিত। একাধিক ম্যাচে তাঁর সাহসী ব্যাটিং ও ছয় মারার দক্ষতা তাঁকে রাতারাতি জনপ্রিয় করে তোলে। অন্যদিকে, প্রিয়া সরোজ নতুন প্রজন্মের রাজনৈতিক মুখ হিসেবে ইতিমধ্যেই পরিচিতি পেয়েছেন। তাঁদের এই সম্পর্ক যেন একদম সময়োপযোগী। যেখানে প্রেম, আত্মবিশ্বাস এবং দায়িত্ববোধ মিলেমিশে এক নতুন দৃষ্টান্ত স্থাপন করছে।ভারতীয় সমাজে তারকাদের ব্যক্তিগত জীবনের প্রতি আগ্রহ চিরন্তন। সেই নিরিখে রিঙ্কু-প্রিয়ার এই বাগদান যেন এক আলোচিত অধ্যায়। তবে এটুকু বলাই যায় জীবনের খেলায় এবার একে অপরের পার্টনার হয়ে মাঠে নামলেন তাঁরা। ভবিষ্যতের ম্যাচে এই জুটি জয়ী হোক, এটাই শুভাকাঙ্ক্ষীদের প্রার্থনা।
ছবি : সংগৃহীত
আরও পড়ুন : KL Rahul : ‘আমি ভীষণ লাজুক ছিলাম’ : কেএল রাহুল

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment

Also Read