Sasraya News

Saturday, February 15, 2025

Rinku Singh : দলীপে নেই রিঙ্কু

Listen

সাশ্রয় নিউজ ডেস্ক ★ মুম্বাই : সম্প্রতি দলীপ ট্রফির জন্য ৬০ জন ক্রিকেটারের নাম ঘোষণা করে বিসিসিআই। তবে দলীপে নাম নেই রিঙ্কু সিংয়ের (Rinku Singh)। শুধু রিঙ্কুই নন। বিসিসিআই যে ৬০ জনের লিষ্ট ঘোষণা করেছে, সেই লিষ্টে নেই রোহিত শর্মা ও বিরাট কোহলি-এর নামও। এবিষয়ে রিঙ্কু অবশ্য সংবাদ মাধ্যমকে জানান, “খুব বেশি চিন্তা করি না। যে সুযোগ পাচ্ছি তাতে আমি খুশি। এক দিনের ক্রিকেট বা টেস্ট দলে জায়গা পেলে আমার কাছে সেটা বিরাট গর্বের ব্যাপার হবে। তবে আপাতত হাতের সামনে থাকা সুযোগ কাজে লাগানোর দিকেই জোর দিচ্ছি।” তারপরই দলীপ ট্রফি নিয়ে রিঙ্কুর সরল স্বীকারোক্তি, “ঘরোয়া ক্রিকেটে ইদানীং আমি খুব ভাল খেলতে পারিনি। রঞ্জি ট্রফিতেও খুব বেশি ম্যাচ খেলিনি। বোধহয় ২-৩টে ম্যাচ খেলেছি। সেই ম্যাচগুলোতেও ভাল খেলতে পারিনি। মনে হয় সে জন্যই আমাকে দলীপ ট্রফির দলে নেওয়া হয়নি। আশা করি পরের রাউন্ডের ম্যাচে আমাকে দলে নেওয়া হবে।”

ছবি : সংগৃহীত 

আরও পড়ুন : Rakhi Bandhan: রাখী বন্ধন উৎসব

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment