



সাশ্রয় নিউজ ডেস্ক ★ কলকাতা : আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথম পনেরোতে জায়গা হয়নি রিঙ্কু সিংয়ের (Rinku Singh)। তবে রিঙ্কুর (Rinku) অনুরাগীরা অনেকেই মনে করেছিলেন যে, কলকাতা নাইট রাইডারসের (Kolkata Knight Rider’s) তরুণ তারকা টি-টোয়েন্টি বিশ্বকাপে (T-20 World cup) নিজের জায়গা নিশ্চিত করবেন।

কিন্তু দলে রিজার্ভ খেলোয়াড় হিসেবে রিঙ্কুকে রেখেছেন নির্বাচকরা। উল্লেখ্য, দেশের হয়ে রিঙ্কু ১৫ টি টি-২০ ম্যাচ খেলেন। মোট ১১ ইনিংসে তাঁর রান ৩৫৬। এবং ট্রাইক রেট ১৭৬.২৪। গড় ৮৯। আইপিএল ওয়েবসাইটে এক ভিডিওতে রিঙ্কু বিশ্বকাপে প্রথম ১৫ তে না থাকায় ও সময় খারাপ যাচ্ছে কী না জানতে চাওয়ায়, তিনি বলেন যে, ‘যাদের হাত-পা নেই তাঁদের সময় খারাপ হয়। আমার তো আছে তাহলে সময় খারাপ কেন হবে?’ এছাড়াও আত্মবিশ্বাসী রিঙ্কুর বলেন, ‘আমি জুনিয়র পর্যায়ে কিছু ট্রফি জিতেছি। কিন্তু সিনিয়র পর্যায়ে জিততে পারিনি। আমি বিশ্বকাপ জিততে চাই। আশা করছি আমরা জিতব। আমার স্বপ্ন দেশের হয়ে বিশ্বকাপ জিতে ট্রফি হাতে নেওয়া।’
ছবি : সংগৃহীত
আরও পড়ুন : Weather Update : মৎস্যজীবীদের জন্য সতর্কবার্তা হাওয়া অফিসের
