Sasraya News

Wednesday, April 23, 2025

RG Kar rape-murder case : আর জি করের ঘটনায় রাজ্যের দিকে একাধিক প্রশ্ন প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের

Listen

সাশ্রয় নিউজ ডেস্ক ★ নতুন দিল্লি : আরজি কর-কাণ্ডের মামলায় (RG Kar rape-murder case) দেশের মহামান্য সুপ্রিম কোর্ট ঘটনা নিয়ে একাধিক প্রশ্ন তুলেছেন। রাজ্যের তরফে আইনজীবীর উদ্দেশ্যে প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়, বিচারপতি জেবি পারদিওয়ালা ও বিচারপতি মনোজ মিশ্র বেঞ্চ একাধিক প্রশ্ন তোলেন মঙ্গলবার।

প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় রাজ্যের আইনজীবীর কাছে প্রশ্ন রাখেন, ঘটনার কথা অবগত হওয়ার পরে পরেই কেন অধ্যক্ষ এফআইআর দায়ের করলেন না? একই সঙ্গে ডিভিশন বেঞ্চের প্রশ্ন, ‘ঘটনাটি খুন তা স্পষ্ট ছিল। প্রথম এফআইআরে তা কী স্পষ্ট ছিল?’ এই বিষয়ে সুপ্রিম কোর্টের আরও প্রশ্ন, ‘কেন এফ আই আর দেরিতে দায়ের হয়? তাঁদের প্রশ্ন, ‘কেন এই ঘটনাকে আত্মহত্যা বলা হল’? শুধু তাই নয়, দেশের শীর্ষ আদালত প্রশ্ন তোলেন, ‘কেন হাসপাতালে ডাক্তারদের আলাদা বিশ্রাম কক্ষ থাকবে না?’ দেশের শীর্ষ আদালত উষ্মপ্রকাশ করেন অধ্যক্ষ সন্দীপ ঘোষ সম্পর্কেও। শীর্ষ আদালতের ডিভিশন বেঞ্চের পর্যবেক্ষণ, ‘পদত্যাগের ক’য়েক ঘন্টার মধ্যে কেন নতুন পদে নিয়োগ করা হল অধ্যক্ষকে?’ শুধু তাই নয়, রাজ্যের আইনজীবীর কাছে অধ্যক্ষ সম্পর্কে ডিভিশন বেঞ্চ জানতে চান, ‘অধ্যক্ষ বিষয়ে আপনারা (রাজ্য) কী ভাবছেন?’ ১৪ তারিখ মাঝ রাতে একদল দুষ্কৃতী আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে হামলা করে। ওই ঘটনা নিয়ে হাই কোর্টের ডিভিশন বেঞ্চ জানতে চান, ‘মাঝ রাতে কারা হাসপাতালে হামলা চালাল?’ এই ঘটনা নিয়ে পুলিশের ভূমিকা নিয়ে সন্তুষ্ট নন সুপ্রিমকোর্ট। প্রধান বিচারপতির নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চের পপর্যবেক্ষণ, ‘তরুণী চিকিৎসকের ধর্ষণ-খুন’ ভয় ধরানো ঘটনা। এত বড় ঘটনায় চুপ থাকা যাবে না, কিছু একটা করতেই হবে। আরও একটা ধর্ষণের জন্য কী অপেক্ষা করবে দেশ?’

প্রসঙ্গত উল্লেখ্য যে, গত রবিবার স্বতঃপ্রণোদিতভাবেই সুপ্রিম কোর্ট গ্রহণ করে আর জি করের তরুণী চিকিৎসকের ধর্ষণ-খুনের মামলা। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন তিন সদস্যের ডিভিশন বেঞ্চে গত মঙ্গলবার মামলাটি ওঠে।

ছবি : সংগৃহীত 

আরও খবর : RG Kar Protest : অন্যায়ের বিরুদ্ধে বিদ্যালয়ের প্রাক্তনীরা

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment