



পিনাকী চৌধুরী ★ কলকাতা : এ যেন ঠিক স্বতঃস্ফূর্ত আবেগের বহিঃপ্রকাশ! যেখানে অভয়ার প্রতি শ্রদ্ধা, আবেগ, ভালোবাসা মিলেমিশে একাকার! এবং আর জি কর কাণ্ডে নির্যাতিতার প্রকৃত দোষীদের চিহ্নিত করে কঠোরতম শাস্তির দাবিতে পুনরায় আরও একটি ‘রাত দখল’ কর্মসূচির ডাক দেওয়া হল ১৪ আগষ্টের রাত দখলের আহ্বায়কদের তরফ থেকে। ইতিমধ্যেই যথেষ্ট পরিচিত মুখ এবং প্রতিবাদী রিমঝিম সিংহ আগামী ৮ সেপ্টেম্বরের রাত দখল কর্মসূচির ঘোষণা করে নাম দিয়েছেন ‘শাসকের ঘুম ভাঙাতে নতুন গানের ভোর’! ইতিমধ্যেই প্রতিষ্ঠান বিরোধীতার হাওয়া যেন সর্বত্র ছড়িয়ে পড়েছে। কাতারে কাতারে মানুষ রাত দখল করে নির্যাতিতার প্রকৃত দোষীদের চিহ্নিত করে কঠোরতম শাস্তির দাবিতে সোচ্চার হয়েছেন। গুপী গাইন যেমন ভাবে রাজার ঘুম ভাঙিয়েছিলেন, আহ্বায়কেরা ঠিক তেমন ভাবেই শাসকের ঘুম ভাঙাতে চাইছেন। প্রসঙ্গত, তার ঠিক পরের দিনই, অর্থাৎ ৯ সেপ্টেম্বর সুপ্রিম কোর্টে শুনানির দিন ধার্য হয়েছে। নিঃসন্দেহে ৮ সেপ্টেম্বর রাত দখল কর্মসূচিতে মূলত সাংস্কৃতিক জগতের মানুষজন রাত দখল করবেন বলে সূত্রের খবর।
ছবি : সংগৃহীত
আরও পড়ুন : Weather Update : ভারী বৃষ্টির পূর্বাভাস
