



সাশ্রয় নিউজ ডেস্ক ★ কলকাতা : আর জি কর কাণ্ডে (rg kar protest) ফের গত রাতে ধুন্ধুমার। কারা ওরা? ইমার্জেন্সিতে হামলা চালায় কারা! রাত দখল আন্দোলনের মাঝেই ধুন্ধুমার বাধে আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে।
পুলিশের তরফে উল্লেখ, “গত রাতে আরজি কর হাসপাতালে হানা দিয়ে আন্দোলনরত ডাক্তার ও ডাক্তারি ছাত্রছাত্রীদের উপর হামলা চালায় পাঁচ থেকে সাত হাজার জনের একটি বাহিনী। হাসপাতালের একাংশে ভাঙচুর করে তারা। আমরা গর্বিত ডিসি (নর্থ) সহ ঘটনাস্থলে কর্তব্যরত আমাদের সহকর্মীদের জন্য, যাঁরা সংখ্যায় তুলনামূলকভাবে কম থাকা সত্ত্বেও প্রাণের ঝুঁকি নিয়ে সীমিত ক্ষমতায় হামলাকারীদের মোকাবিলা করার চেষ্টা করে যান। যতক্ষণ না অতিরিক্ত ফোর্স ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। হামলায় আহত হয়েছেন আমাদের বহু সহকর্মী, এঁদের মধ্যে কারোও কারোও আঘাত গুরুতর।” গতরাতের ঘটনায় আতঙ্কিত হাসপাতাল কর্মীরা। সূত্রের খবর, হাসপাতালের নার্সদেরও মারধরের অভিযোগ। সূত্রের এও খবর, হাসপাতালের ডাক্তারদের হস্টেলেও হামলা হয়। কোনও রকমে নিজেদের রক্ষা করেন তাঁরা। ঘটনায় থমথমে হাসপাতাল চত্বর।
ছবি : সংগৃহীত
আরও পড়ুন : Consumer Protection : ভারতে ক্রেতা সুরক্ষার ৩৯ বছর
