



পিনাকী চৌধুরী ★ কলকাতা : আরজি কর হাসপাতালে (rg kar protest) আবাসিক তরুণী চিকিৎসককে ধর্ষণ করে নৃশংস ভাবে খুন করা হয়েছে। ক্ষোভে ফুঁসছে সারা বাংলা। প্রতিবাদের ঢেউ আছড়ে পড়েছে শহর থেকে শহরতলির আনাচে কানাচে এবং গ্রামেগঞ্জে! ওদিকে আরজি কর হাসপাতালে আবাসিক চিকিৎসক খুন ও ধর্ষণ কান্ডে তদন্তভার সিবিআই কে দিয়েছে কলকাতা হাইকোর্ট। তার ওপর আরজি কর হাসপাতালে অধ্যক্ষ থাকাকালীন সময়ে সন্দীপ ঘোষের ভূমিকা নিয়ে একগুচ্ছ প্রশ্ন ছুঁড়ে দিয়েছেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস শিবগণনম। প্রধান বিচারপতি আর জি কর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের প্রভাব প্রতিপত্তি নিয়ে নিয়ে বলেছেন ” পদত্যাগের ৪ ঘন্টার মধ্যে তাঁকে ( সন্দীপ ঘোষ) ফের দায়িত্ব দেওয়া হল। এটা কি করে সম্ভব ? “প্রধান বিচারপতি আরও বলেন, “সন্দীপ ঘোষ এতই প্রভাবশালী?” ওদিকে আবার আর জি কর হাসপাতালে চিকিৎসকদের কর্মবিরতি অব্যাহত। সেখানে বিক্ষোভ মিছিলে সমবেত হন চিকিৎসক পড়ুয়ারা। তবে ভারতের স্বাধীনতার ৭৭ বছর পরে আজই মাঝরাতে পথে নামছেন মহিলারা। দাবিটা যুক্তিসঙ্গত। মহিলাদের নিরাপত্তা ও স্বাধীনতা। আজ রাতে প্রতিবাদে গর্জে উঠবে সারা বাংলা। বস্তুতঃ টালা থেকে টালিগঞ্জ, অথবা বেহালা থেকে বালিগঞ্জে , কিম্বা যাদবপুর থেকে শ্রীরামপুর, আজ রাত ঠিক ১১.৫৫ তে মহিলারা পথে নেমে প্রতিবাদ জানাবেন । সোশ্যাল সাইটে ইতিমধ্যেই প্রতিবাদের ঝড় উঠেছে। একটাই দাবি, প্রমাণ সহ খুনী ও ধর্ষকের শাস্তি । অপেক্ষা করছে সারা বাংলা আজ রাতেই জন্য ! এ যেন ঠিক আরেকটি স্বাধীনতা চেয়ে বাংলার মেয়েরা প্রতিবাদে গর্জে উঠবেন , তাঁরা নির্ভয়ে স্বাধীন ভাবে বাঁচতে চান ! আজ একটাই স্লোগান – ‘ মেয়েরা রাত দখল করো ‘।
আরও পড়ুন : rg kar protest : কেন ভাঙা হচ্ছিল আরজি করের ঘর, বাধা জাতীয় মহিলা কমিশনের
