



সাশ্রয় নিউজ ডেস্ক ★ কলকাতা : আরজি কর কাণ্ডে (rg Kar Protest) পথে নাগরিক সমাজ। ১৪ আগষ্ট, ২০২৪ রাতে একাধিক জায়গায় কর্মসূচী রাজ্যের মহিলাদের। এই কর্মসূচী সম্পর্কে তৃণমূল কংগ্রেস নেতা কুণাল ঘোষ সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন, “আরজি কর প্রতিবাদ আমরা সবাই করছি। কিন্তু বামরাম মুখোশ পরে রাতে পথনাটিকা করবে। তাতে সামিল হবেন না। ঘোলাজলে মাছ ধরতে নেমেছে।” তিনি আরও বলেন, “RGkar. প্রতিবাদ হোক। কিন্তু বহু ধর্ষণ, খুন যাদের জমানায়, সেই সিপিএম, বিজেপি-র বকলমা ইভেন্টে যাবেন না। কিছুকাল আগে যাদবপুরে ছাত্রের মৃত্যু। কোথায় ছিল বামেরা? CCTV লাগানোর বিরুদ্ধে আন্দোলন। বামেরা কী করেছিল? RGKar কুৎসিত বিচ্ছিন্ন ঘটনা। আমরা সবাই সরব। রামবাম অরাজনীতির মোড়কে রাজনীতি করছে। সেল্ফি তুলতে যাবেন না।” তৃণমূল কংগ্রেসের প্রাক্তন সাংসদের ‘সেল্ফি তুলতে যাবেন না’ মন্তব্যকে তীব্র ভর্ৎসনা নাগরিক সমাজের।

অন্যদিকে, ‘মেয়েরা রাত দখল করা The Night Is Ours’ কর্মসূচী রাজ্যের সর্বত্র। কোথায় কোথায় মেয়েরা প্রতিবাদে একত্রিত হচ্ছেন, দেখা যাক এক নজরে:
১৪ তারিখ রাত এগারোটায় এখনো অবধি যে যে জায়গায় জমায়েত হবে বলে জানানো হয়েছে –
১. কলেজ স্ট্রিট
২. একাডেমী অফ ফাইন আর্টস
৩. যাদবপুর এইট বি
৪. সিঁথির মোড়
৫. ডানলপ খালসা মডেল স্কুল
৬. মালদা ইংলিশ বাজার পোস্ট অফিস মোড়
৭. শিলিগুড়ি দার্জিলিং মোড়
৮. উত্তরপাড়া কলেজ মোড়
৯. উত্তরপাড়া সখের বাজার
১০. মধ্যমগ্রাম চৌমাথা মোড়
১১. নীলদর্পণ, বনগাঁ
১২. শ্রীরামপুর
১৩. রায়গঞ্জ, ঘড়িমোড়
১৪. ব্যারাকপুর স্টেশন
১৫. দুর্গাপুর চতুরঙ্গ মাঠ
১৬. শান্তিপুর ডাকঘর
১৭. শ্যামবাজার পাঁচ মাথার মোড়
১৮. নৈহাটি পৌরসভা চত্বর
১৯. বহরমপুর স্কোয়ার ফিল্ড
২০. লিলুয়া তেল কল মোড়
২১. অশোকনগর চৌরঙ্গী মোড় (রাত ৯টা)
২২. পাওয়ার হাউস মোড়, হাওড়া
২৩. সোদপুর বি টি রোড ক্রসিং
২৪. দমদম চাতাল
২৫. রতন পল্লী, শান্তিনিকেতন
২৬. বর্ধমান, কার্জেন গেট চত্বর
২৭. এয়ারপোর্ট ১ নম্বর গেট ট্যাক্সিস্ট্যান্ড
২৮. আড়িয়াদহ হাসপাতাল মোড়
২৯. চন্দননগর নৃত্যগোপাল স্মৃতি মন্দির (রাত 8টা)
৩০. জলপাইগুড়ি সদর হাসপতাল থেকে কদমতলা
৩১. আসানসোল ভগৎ সিংয়ের মূর্তির পাদদেশ
৩২. ব্যারাকপুর স্টেশন চত্বর
৩৩. শিলিগুড়ি দার্জিলিং মোড়
৩৪. আরামবাগ সুধানীল সিনেমা হলের সামনে
৩৫. নিউটাউন বিশ্ব বাংলা গেট
৩৬. হাবড়া ১নম্বর রেলগেট
৩৭. রানাঘাট GNPC road নেতাজী মূর্তি পাদদেশ (সন্ধ্যা ৭ টা)
৩৮. ইছাপুর স্টোর বাজার
৩৯. নাগেরবাজার মোড়
৪০. বালিখাল
৪১. হাওড়া শরৎ সদন
৪২. আরামবাগ
৪৩. কৃষ্ণনগর, নদীয়া
৪৪. রামপুরহাট পাঁচমাথার মোড়
৪৫. বারুইপুর পদ্মপুকুর থেকে রবীন্দ্রভবন
৪৬. ডোমজুর, হাওড়া
৪৭. শ্যামনগর বটতলা ইয়ংস্টার ক্লাব
৪৮. আন্দুল বাসস্ট্যান্ড
৪৯. কোচবিহার সাগরদিঘী, জেলা লাইব্রেরির সামনে
৫০. কোচবিহার দাস ব্রাদার্স মোড়
৫১. বাগুইহাটি সাবওয়ে
৫২. মন্দিরতলা, হাওড়া
৫৩. শ্রীরামপুর, রাজ্যধরপুর নেতাজী গার্লস হাইস্কুলের সামনে
৫৪. গোবরডাঙ্গা পিকোলা মোড়
৫৫. কেষ্টপুর, দেশপ্রিয় স্কুল
৫৬. লিলুয়া
৫৭. বালী সাধারণ গ্রন্থাগার
৫৮. ঢাকুরিয়া ফুট ব্রীজের নিচে সহ রাজ্যের সমস্ত জেলার একাধিক জায়গায়।
ছবি : সংগৃহীত
আরও খবর : rg kar protest : মেয়েরা রাত দখল করো’ : ফুঁসছে বাংলা
