RG Kar protest : ‘দোষীর যেন কড়া শাস্তি হয়’ : সানা গঙ্গোপাধ্যায়

SHARE:

সাশ্রয় নিউজ ডেস্ক ★ কলকাতা : আর জি কর কাণ্ডের প্রতিবাদে (RG Kar protest) পথে নামলেন নৃত্য শিল্পী ডোনা গঙ্গোপাধ্যায়। মিছিলে ছিলেন ডোনা ও সৌরভের কন্যা সানা গঙ্গোপাধ্যায়ও। ডোনার নাচের স্কুল ‘দীক্ষা মঞ্জুরী’ থেকে শিক্ষার্থীদের নিয়ে মিছিল যায় বেহালা ব্লাইন্ড স্কুল পর্যন্ত। সানা গঙ্গোপাধ্যায় সংবাদমাধ্যমকে জানান, ‘আমরা বিচার চাই। বিশ্বের যে প্রান্তেই হোক না কেন, ধর্ষণের মতো ঘটনা মেনে নেওয়া যায় না। আমাদের আন্দোলন সেই জন্যই। আমরা সব মেয়েরা এর বিরুদ্ধে প্রতিবাদ জানানোর জন্যই এই মিছিল করার কথা বলেছি। সকলে যেভাবে প্রতিবাদে সামিল হচ্ছে, আমরাও প্রতিবাদ করছি। ধর্ষণের মতো ঘটনা বন্ধ হওয়া উচিত। আমি কলকাতায় থাকি না ঠিকই, কিন্তু এটা আমার হোম সিটি। এখানে এমন ঘটনা ঘটেছে, আমি ভাবতেও পারছি না। এমন ঘটনা বন্ধ হওয়া উচিত। সকলে মিলে প্রতিবাদ করছি, সুবিচার চাই। বৃষ্টি, আগুন এই প্রতিবাদ থামাতে পারবে না। প্রতিদিনই আমরা ধর্ষণের খবর পাই। ২০২৪ সালে দাঁড়িয়েও তা শুনতে হচ্ছে। এগুলো বন্ধ হওয়া উচিত। নির্যাতিতার বিচার চাই। দোষীর যেন কড়া শাস্তি হয়।’ সংবাদ সংস্থা এএনআই-এর শেয়ার করা ভিডিওতে দেখে যায়, মিছিল শেষে সৌরভ ও সানাকে মোমবাতি জ্বালিয়ে প্রতিবাদ জানাতে। 

ছবি : এক্স /এনএনআই 

আরও খবর : Viswa Bharati : আটটি ডাক টিকিট প্রকাশ

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment

আরো পড়ুন