



সাশ্রয় নিউজ ডেস্ক ★ কলকাতা : আজ আরজি কর (rg kar protest) কাণ্ডের মামলা সিবিআইকে হস্তান্তরের নির্দেশ কলকাতা হাইকোর্ট-এর। তার আগেই, আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের রেস্ট রুম বানানোর তোরজোড় শুরু কলকাতা পুরসভার। আরজি কর হাসপাতালের সেমিনার হল লাগোয়া ঘর সংস্কারের কাজ। তাতেই প্রশ্ন উঠতে শুরু করেছে। তথ্যপ্রমাণ লোপাটের চেষ্টা?

সূত্রের খবর ও সেই সেমিনার হল লাগোয়া ঘর ভেঙে সংস্কার শুরু হয়েছে। সূত্রের এও খবর, ১০ তারিখ রাত থেকে শুরু হয় সেমিনার হলের পাশের রুম ভেঙে সংস্কার কাজ। সেমিনার হল থেকে ২০০ মিটারের ভেতর সেই ঘরগুলি ভেঙে চিকিৎসকদের রেস্ট রুম বানানোর তোরজোড়। প্রশ্ন উঠছে, আরজি কর ধর্ষণ ও খুন কাণ্ডের পরে যখন মামলাটি বিচারাধীন তখন কেন এত দ্রুত রেস্ট রুম বানানোর প্রক্রিয়ায় দ্রুত পদক্ষেপ? ঘটিনায় হতভম্ব জাতীয় মহিলা কমিশনের সদস্যরা। তাঁরাই খবর দেন, এসিপিকে। তারপর ‘স্টপ ওয়ার্ক’ করা হয় বলে সূত্রের খবর।
প্রসঙ্গত, আরজি কর-এর সেমিনার হল থেকেই উদ্ধার হয়েছিল চিকিৎসক-যুবতীর দেহ। সেই ঘটনায় পুলিশ একজন সিভিক ভলান্টিয়াকে পুলিশ গ্রেফতার করেছে। অন্যদিকে, আরজি কর হাসপাতালের নৃশংস ঘটনার প্রতিবাদে কর্মবিরতি চিকিৎসকদের। কলকাতার ঘটনার উত্তাপ আছড়ে পড়েছে দেশেও। সমাজ মাধ্যমেও প্রতিবাদ সকল স্তরের মানুষদের।
আরও খবর : rg kar doctor raped and murder case : আরজি কর কাণ্ডে লক্ষ মানুষের মিছিল
