Sasraya News

Wednesday, April 23, 2025

RG Kar Protest : অন্যায়ের বিরুদ্ধে বিদ্যালয়ের প্রাক্তনীরা

Listen

পিনাকী চৌধুরী ★ কলকাতা : আর জি কর হাসপাতালের তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনায় উত্তাল সারাদেশ (RG Kar Protest)।  ইতিমধ্যেই সুপ্রিম কোর্ট দেশের চিকিৎসকদের জন্য ন্যাশনাল টাস্ক ফোর্স গঠন করেছে। চিকিৎসকদের কর্মবিরতি প্রত্যাহার করতে আবেদন করেছে মহামান্য সুপ্রিম কোর্ট। এদিকে রাখী বন্ধনের দিন শহর কলকাতায় কেউ হাতে কালো রাখী পরলেন, কেউবা আবার রাখীতে We want justice’ লিখে প্রতিবাদে সরব হলেন। তবে এবার পথে নেমে প্রতিবাদ সংগঠিত করতে চলেছে শহরের অন্যতম নামজাদা স্কুল বালিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়। যে বিদ্যালয়ে অতীতের একসময় পড়েছিলেন সত্যজিৎ রায়, ঋত্বিক ঘটক, রাহুল দেব বর্মনের মতো বিশিষ্ট মানুষজন। আগামী ২৩ আগষ্ট, শুক্রবার বিকেল ৫ টা থেকে সন্ধ্যা ৭ টা পর্যন্ত ওই সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রাক্তনীরা এবং তাঁদের পরিবারবর্গ স্বতঃস্ফূর্তভাবে এই মিছিলে অংশগ্রহণ করবেন বলে উল্লেখ।

 

 

বিশেষ সূত্রে খবর, বিদ্যালয়ের প্রধান ফটকের সামনে থেকে মিছিল শুরু হবে। সম্পূর্ণ অরাজনৈতিক এই মিছিলে কোনও রকম বিদ্বেষমূলক স্লোগান দেওয়া হবে না। এবং এই মিছিলে সেই অর্থে কোনও সংগঠন জড়িত থাকবে না বলে জানা যায়। বিদ্যালয়ের একজন মুখপাত্র এই প্রতিবেদককে জানান, ‘আমরা বিনয়, সততা, শ্রম- এই আদর্শ নিয়ে এখানে অতীতের একসময় পঠনপাঠন করেছি। দেশের ‌‌‌‌‌‌‌‌‌এবং রাজ্যের শাসনব্যবস্থার প্রতি আমরা সম্পূর্ণ শ্রদ্ধাশীল হয়ে আগামী ২৩ আগষ্ট শুক্রবার পথে নামছি। আর কে কে দোষী, অথবা কী বৃত্তান্ত, আমরা সেই পথে যাচ্ছি না। আমরা চাই আর জি কর হাসপাতালের তরুণী চিকিৎসকের ধর্ষণকারী খুনীর দৃষ্টান্তমূলক শাস্তি হোক। দেশের বিভিন্ন প্রান্তে যেমন, হাথরস অথবা নির্ভয়া হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত অপরাধীদের সেরকম কিছু দৃষ্টান্তমূলক শাস্তি হয়নি। তবে আমরা চাই যে, এই অভয়া হত্যাকাণ্ডের একটা কিনারা হোক। অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক। আবারও বলছি, আমাদের এই সুশৃঙ্খল মিছিল হবে স্বতঃস্ফূর্ত, এবং দেশ তথা রাজ্যের শাসনব্যবস্থার প্রতি আস্থা রেখেই আমরা প্রাক্তনীরা মিছিলে পা মেলাব।’

ছবি : সংগৃহীত 

আরও পড়ুন : Kolkata Doctor rape-murder Case : ২৮০ জনকে পুলিশের নোটিস, চিহ্নিত এক হাজার প্রোফাইল

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment