



সাশ্রয় নিউজ ★ কলকাতা : আরজি কর কাণ্ডে (RG Kar Medical College Incidend) তোলপাড় চিকিৎসক মহল। শনিবার বিকেল চারটেয় শ্যামবাজার পাঁচমাথা মোড় থেকে মোমবাতি মিছিল করবে মহিলা চিকিৎসকরা। ওই মোমবাতি মিছিল যাবে আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতাল পর্যন্ত।
দেশপ্রিয় পার্কে পথ অবরোধ করে বিক্ষোভ দেখালেন শিশু মঙ্গল (রামকৃষ্ণ মিশন সেবা প্রতিষ্ঠান) এর চিকিৎসকবৃন্দ। ঘটিনার আঁচ আছড়ে পড়ে দিল্লিতেই। দিল্লির সফদরজং হাসপাতালে রেসিডেন্ট ডক্টরস অ্যাসোসিয়েশন বিবৃতি জারি করে। নিরপেক্ষ তদন্ত দাবি করেছেন তাঁরাও।
অন্যদিকে কর্মবিরতি শহরের একেরপর এক হাসপাতালে। জরুরি পরিষেবা বজায় রেখে কর্মবিরতি এসএসকেএম, এনআরএস, সিএনএমসিতে। একটি বিবৃতি জারি করে নিরপেক্ষ তদন্তের দাবি AIIMS RDA -এর।
ছবি : সংগৃহীত
আরও খবর : RG Kar Medical College & Hospital : ‘আমার মেয়েটাকে কোথায় নিয়ে চলে গেল, জানি না’
