



সাশ্রয় নিউজ ডেস্ক ★ কলকাতা : বৃহস্পতিবার ভোররাতে একজন কর্তব্যরত মহিলা চিকিৎসককে ধর্ষণ করে খুন। ঘটনাটি ঘটে আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে (RG Kar Medical College & Hospital) বলেই জানা যায়। দ্বিতীয় বর্ষের ছাত্রী মৌমিতা দেবনাথ চেষ্ট ডিপার্টমেন্টের পোস্ট গ্র্যাজুয়েট ট্রেনি ছিলেন বলে জানা যায়। হাসপাতালের সেমিনার রুমে রেষ্ট নিতে গিয়ে এই ঘটনা বলেই উল্লেখ। পরে আর জি কর হাসপাতালের ভিতর থেকেই তার দেহ উদ্ধার করা হয়। পুলিশ তড়িঘড়ি ময়নাতদন্ত করে মৃতদেহ নিয়ে পালিয়ে যাবার চেষ্টা করলে DYFI নেত্রী মীনাক্ষী মুখার্জী গাড়ি আটক করে। আর সেখানেই নেত্রীদের ধাক্কা দিয়ে ফেলে গাড়ি বার করে নিয়ে যাবার চেষ্টা চালায় বলে উল্লেখ। যদিও এমন পরিস্থিতি ঘটেনি বলেই প্রশাসনের দাবি। এই ঘটনাকে কেন্দ্র করে উদ্বেগের সৃষ্টি হয়েছে হাসপাতাল চত্বরে।
মীনাক্ষী মুখার্জির দাবি, মৌমিতার মা-বাবার সঙ্গে কথা বলতে দিচ্ছে না পুলিশ। মা-বাবার সঙ্গে কথা বলতে দিন। পরিবারের দাবি অনুযায়ী হাসপাতাল কর্তৃপক্ষ এবং পুলিশকে সঠিক ভাবে তদন্ত করে খুনিদের শাস্তি দিতে হবে।
একজন মহিলা চিকিৎসকের এই অঘটন মেনে নিতে পারছে না সাধারণ মানুষও।
ছবি : সংগৃহীত
আরও খবর : Paris Olympics Aman Sehrawat : অমনের হাত ধরে ষষ্ঠ পদক এল ভারতে
