



সাশ্রয় নিউজ ডেস্ক ★ কলকাতা : আর জি কর কাণ্ডে (RG Kar Doctor Death)। ফের মুখ খুললেন সৌরভ গঙ্গোপাধ্যায়। বিসিসি এর প্রাক্তন প্রেসিডেন্ট তথা বাংলার ক্রীড়া আইকন আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের নারকীয় ঘটনার তীব্র নিন্দা করেন। তাঁর কথায়, “আমার আগের মন্তব্য কীভাবে ব্যাখ্যা করা হয়েছে জানি না। কিন্তু এটা একটা নারকীয় ঘটনা। এর কঠোর শাস্তি হওয়া উচিত।” রবিবার তাঁর এ বিষয়ে বক্তব্য ছিল, “এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। তবে ভারত এবং বাংলা মহিলাদের জন্য নিরাপদ।” সৌরভের এ মন্তব্যের তীব্র প্রতিক্রিয়া তৈরি হয় রাজ্য জুড়ে। বিভিন্ন অংশের মানুষ রবিবারের মন্তব্যের প্রতিবাদ করেন। আর জি কর কাণ্ড নিয়ে সৌরভ গঙ্গোপাধ্যায় এদিন আরও বলেন, “পৃথিবীর যে কোনও প্রান্তে এই ধরনের ঘটনা ঘটলেই তার প্রতিবাদ হবে। আমাদের দেশের মানুষ যেভাবে প্রতিবাদ করছেন, সেটাও প্রত্যাশিত। এই ধরনের নারকীয় অপরাধীর কঠোর শাস্তি হওয়া উচিত।” পাশাপাশি ভারতের ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক আরও বলেন, “এই ধরনের ঘটনার প্রতিবাদ হওয়া উচিত। কিন্তু চিকিৎসকদের পেশা সমাজের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। হাজার হাজার মানুষ চিকিৎসা পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছেন। সেটাও ভাবতে হবে।”
ছবি : সংগৃহীত
আরও পড়ুন : RG Kar Protest : আর জি কর কাণ্ডের প্রতিবাদ শিলংয়ের চিকিৎসকদের
