Sasraya News

Thursday, February 13, 2025

RG Kar : জিতু কমলের নিশানায় অপর্ণা সেন

Listen

সাশ্রয় নিউজ ডেস্ক ★ কলকাতা : জিতুর নিশানায় অপর্ণা সেন। বিগত অতীতে অভিনেত্রী অপর্ণা সেনকে নন্দীগ্রাম আন্দোলন, সিঙ্গুর জমি আন্দোলনে দেখা যায়। অন্যান্য বুদ্ধিজীবীদের সঙ্গে পথে নেমে সাধারণ মানুষের পক্ষে কণ্ঠ ছাড়তে দেখা যায়। একদা বাংলার পরিবর্তনে যে পোস্টার পড়ে, সেই পোস্টারে ছিল জনপ্রিয় অভিনেত্রীর ছবিও। একশ্রেণীর মানুষ ধরে নেন, শাসক পক্ষের অন্যতম বুদ্ধিজীবী তিনি। আরজি কর ধর্ষণ কাণ্ডেও পথে নামেন।

এবার সমাজমাধ্যমে পুরনো দিনের তাঁর ছবি ও আর জি কর প্রতিবাদের ছবি পোস্ট করেন অভিনেতা জিতু কমল। জিতু লেখেন : ‘রাস্তায় বা মিছিলে দেখলেই তৃণমূলী দাদারা জিজ্ঞেস করুন- দিদি তুমি কার? সিপিএম দাদারা জিজ্ঞেস করুন- দিদি তুমি কার? বিজেপি দাদারা জিজ্ঞেস করুন- কত খরচে তুমি আমার? (অর্থাৎ দলের)’

ছবি : সংগৃহীত 

আরও পড়ুন : Belgharia : প্রেম প্রস্তাবে রাজি না হওয়ায় নাবালিকাকে এলোপাতাড়ি কোপাল যুবক

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment