



সাশ্রয় নিউজ ★ কলকাতা : সন্দেশখালি ইস্যু (Sandeshkhaki Incident) নিয়ে বিস্ফোরক দাবি রেখা শর্মার (Rekha Sharma)। আজ সন্দেশখালির বিভিন্ন গ্রামে ঘোরেন জাতীয় মহিলা কমিশনের (National Commission For Women) চেয়ারপার্সন ও তাঁর নেতৃত্বাধীন দল। সেখানে গিয়ে সোমবার তিনি মহিলাদের সঙ্গে কথা বলেন বলে উল্লেখ। তিনি এও জানান, সেখানে পরিস্থিতি খারাপ। এমনকী পুলিশের ওপর থেকেও আস্থা হারিয়েছেন ওই এলাকার মহিলারা। তাঁর কথায়, “১৮টির কাছাকাছি অভিযোগপত্র পেয়েছি আজ। এর মধ্যে ২টি ধর্ষণের অভিযোগ আছে। বাকি যৌন হেনস্থা। তবে সেই মোলেস্টেশনও ভয়ঙ্কর। বলেছেন, আমাদের কাপড় খুলে দিয়েছে, এখানে স্পর্শ করেছে ওখানে স্পর্শ করেছে। এত খারাপ এখানকার পরিস্থিতি যে আমাকে এখানকার মহিলারা ছাড়তে চাইছেন না। আমাকে আঁকড়ে ধরে কাঁদছেন ওনারা। খুব খারাপ অবস্থা। আমার মনে হয় না রাষ্ট্রপতি শাসন ছাড়া আর কিছু হবে। পুলিশকেও ভয় পাচ্ছেন। লিখিত অভিযোগের কপি নিয়ে যাচ্ছি।” ছবি : সংগৃহীত
আরও পড়ুন : PM Narendra Modi : ৭ মার্চ বারাসতে জনসভা করবেন প্রধানমন্ত্রী, জানালেন বিজেপি রাজ্য সভাপতি
