Sasraya News

Recrutment Scam : নিয়োগ দুর্নীতি মামলার নয়া মোড় 

Listen

নিয়োগ দুর্নীতি মামলার নয়া মোড় 

সাশ্রয় নিউজ ★ কলকাতা : নিয়োগ দুর্নীতি মামলায় একেকটা মোড় বাঙালিকে চমকে যাচ্ছে। প্রতিনিয়তই নতুন নতুন পর্দা ফাঁস করছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। এবার ইডি বিশেষ সূত্রে খবর, অয়ন শীল নামে এক ব্যক্তির অফিসে টাকা লেনদেনের কথা উল্লেখ। ইডি বিশেষ সূত্রে খবর, এখন অব্দি ৫০-৬০ কোটি টাকা লেনদেন হয়। ইডি আধিকারিকরা শান্তনু বন্দ্যোপাধ্যায়য়ের ঘনিষ্ঠ অয়ন শীলের অফিসে তল্লাশি করে অফিসের কম্পিউটার, কাগজপত্র প্রভৃতি থেকে অর্থ লেনদেনের তথ্য উদ্ধার হয় বলে উল্লেখ।

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment

Also Read