Sasraya News

Thursday, June 19, 2025

Recruitment scam : OMR শিট বিকৃত করা হয়, দাবি সিবিআই-এর

Listen

OMR শিট বিকৃত করা হয়, দাবি সিবিআই-এর

সাশ্রয় নিউজ ★কলকাতা : নিয়োগ দুর্নীতি মামলায়, OMR শিট নিয়ে বিস্ফোরণ সিবিআই বিশেষ সূত্র। সিবিআই বিশেষ সূত্রে খবর রাজ্যে নিয়োগ দুর্নীতিতে গ্রুপ-ডি’ তে ২ হাজার ৮২৩ টি, গ্রুপ-সি ‘তে ৩ হাজার ৪৮১ টি, নবম-দশম শিক্ষক পদে ৯৫২ টি, এবং একাদশ ও দ্বাদশ ৯০৭ টি OMR- শিট বিকৃত করা হয়। সিবিআই বিশেষ সূত্রে খবর, নিগোগ দূর্নীতিতে ৮ হাজারেরও অধিক OMR শিট বিকৃত করা হয়। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা নিয়োগ দুর্নীতি মামলায় আরও গভীরে গিয়ে তল্লাশি করতে চাইছে।

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment