



গাজিয়াবাদ থেকে গ্রেফতার নীলাদ্রি দাস
সাশ্রয় নিউজ ★ কলকাতা : নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার হলেন নীলাদ্রি দাস। তাঁকে গাজিয়াবাদ থেকে সিবিআই গ্রেফতার করেন। সিবিআই সূত্রে খবর, বহুদিন থেকেই নীলাদ্রির খোঁজ চলছিল। তিনি নাইসা নামে একটি সংস্থার অন্যতম আধিকারিক। ওই সংস্থা এসএসসির ওএমআর শিট তৈরি করত। উল্লেখ্য, এর আগেও তাঁকে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা জিজ্ঞাসাবাদ করে। নীলাদ্রি দাস ‘এনডি ইনফো সিস্টেম প্রাইভেট লিমিটেড’ নামে একটি সংস্থার ডিরেক্টর পদে আছেন। নাইসা নামক সংস্থাটির ভাইস প্রেসিডেন্টও তিনি। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা নীলাদ্রির দুই অফিসে তল্লাশী করেন। এবং ওই তল্লাশী থেকে গুরুত্বপূর্ণ নথি উঠে আসে তাঁদের হাতে। সেই নথির ভিত্তিতেই সিবিআই গ্রেফতার করেছেন নীলাদ্রিকে।
