



সাশ্রয় নিউজ ★ রাজকোট : রাজকোটে ভারত ও ইংল্যান্ডে ভেতর তৃতীয় টেস্ট (Ind vs Eng, 3rd Test) রেকর্ড গড়লেন রবিচন্দন অশ্বিন (Ravichandran Ashwin)। ভারতের অফ স্পিনার তাঁর কেরিয়ারের ৫০০ উইকেট নেওয়ার নজির গড়লেন। এর আগে অনিল কুম্বলে (Anil Kumble) ৫০০ উইকেট নিয়েছিলেন। সেই জায়গায় ভারতের দ্বিতীয় বোলার হিসেবে রবিচন্দন অশ্বিনের নাম যোগ হল। অশ্বিনই ওয়ার্ল্ডের দ্বিতীয় বোলার। মুথাইয়া মুরলীধনের (Muttiah Muralitharan) তাঁর আগে ১০০ টি টেস্ট ম্যাচের আগেই ৫০০ উইকেট নেন। তারপরেই শুক্রবার অশ্বিনের (Ravichandran Aswin) নাম যোগ হল ইতিহাসের পৃষ্ঠায়। কেরিয়ারের ৯৮ তম টেস্ট ম্যাচে রবিচন্দন অশ্বিন ৫০০ উইকেট নিলেন। এদিন রাজকোটে ইংল্যান্ডের জ্যাক ক্রলিকে আউট করেন। তার আগে অনিল কুম্বলে তাঁর ক্রিকেট কেরিয়ারের ১৩২ টি ম্যাচে ৬১৯ টি উইকেট নিয়েছিলেন। -সংগৃহীত ছবি
আরও পড়ুন : India vs England, 3nd Test : তৃতীয় টেস্টে সেঞ্চুরি বেন ডাকেটের
