



সাশ্রয় নিউজ ★ বিনোদন ডেস্ক : রণবীর সিং ও দীপিকা পাড়ুকোন-এর (Ranveer-Deepika) ঘরে নতুন সদস্য আসছে। এমনি একটি জল্পনা তৈরি হয় বেশ কিছু দিন থেকেই। সেই জল্পনার সত্যতার স্বীকৃতি সেঁটে দিলেন সেলেব দম্পতি। সোশ্যাল মিডিয়ায় একটি বার্তায়, রণবীর-দীপিকা জানান, সেপ্টেম্বর ২০২৪ -এই তাঁদের ঘরে আসতে চলেছে প্রথম সন্তান। খুশির খবর পেয়ে খুশি তাঁদের অনুরাগীরাও। -সংগৃহীত ছবি
আরও খবর : CV Anand Bose on Sheikh Shahjahan : ‘প্রত্যেকের জন্য এটা একটা শিক্ষা’ : সিভি আনন্দ বোস
