



সাশ্রয় নিউজ ডেস্ক ★ কলকাতা : রাজ্যে কোথাও কোথাও বিক্ষিপ্ত বৃষ্টি (Rain Forecast) হলেও ভ্যাপসা গরম থেকে নিষ্কৃতি পাচ্ছে না রাজ্যবাসী। হাওয়া অফিস বৃষ্টির পূর্বাভাস দিলেই সর্বসাধারণের মুখে একটি শব্দ, এবার আদৌ ভ্যাপসা গরম থেকে নিষ্কৃতি মিলবে তো? নাকি ভ্যাপসা গরম আরও বাড়বে?

উল্লেখ্য, রাজ্যের দক্ষিণবঙ্গে এখন পর্যন্ত বৃষ্টির ঘাটতি ৪৪ শতাংশ। এমতাবস্থায় পাট চাষীদের মাথায় হাত। এবারও বৃষ্টির-জলের অভাবে পাটের বৃদ্ধি হল না। অন্যদিকে আমন ধান রোয়ার সময় এসে গিয়েছে। ডিজেলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির বাজারে কীভাবে সম্ভব গাঁটের কড়ি খরচ করে আমন চাষ! এসময় অধিকাংশ কৃষিজীবীই প্রতীক্ষায় থাকেন বর্ষার-বৃষ্টির। কিন্তু কোথায় কী! পাট শুকিয়ে যাচ্ছে ক্ষেতেই! বিষ্ময় কৃষকদের। আমন ধানের পাশাপাশি কৃষকদের গভীরভাবে ভাবাচ্ছে, জমিভর্তি পাটের চিন্তাও। বর্ষাকাল অথচ আকাশে বৃষ্টি নেই! কীভাবে পাট পচানোর কাজ করব? কপালে একরাশ দুঃশ্চিতার ভাঁজ কৃষক ও কৃষিজীবীদের।

আলিপুর আবহাওয়া অফিস সূত্রের আশার বাণী। আগামী ২৪ ঘন্টায় ভারী বৃষ্টি হতে পারে রাজ্যের ছয় জেলায়। যথাক্রমে দুই মেদিনীপুর, দক্ষিণ চব্বিশ পরগণা, ঝাড়্গ্রাম ও বাঁকুড়ায় ভারী বৃষ্টির সম্ভবনা বলে হাওয়া অফিস সূত্রের খবর। এছাড়াও অন্যান্য জেলাগুলিতেও বৃষ্টির সম্ভবনা রয়েছে বলে উল্লেখ।
হাওয়া অফিস সূত্রের খবর, উত্তর বঙ্গোপসাগর ঘেঁষে পশ্চিমবঙ্গ ও বাংলাদেশ উপকূলে নিম্নচাপ সৃষ্টি হয়েছে। নিম্নচাটি খুব দ্রুতই ঝাড়খণ্ডের দিকে অগ্রসর হতে পারে। এই নিম্নচাপের জেরে ভিজতে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলি। এমনকী, এর ফলে আমন ধান ও পাটচাষীরাও কিছুটা উপকৃত হতে পারেন। বৃষ্টির ঘাটতিও মিটতে পারে, এমনি আশ্বাস হাওয়া অফিসের।
আরও পড়ুন : Murshidabad : মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চাকরি নিতে এসে গ্রেফতার যুবক
ছবি : সংগৃহীত
