



পরিধি চক্রবর্তী ★ সাশ্রয় নিউজ : সন্ধ্যা নামলেই লাখো দর্শকের চোখ আটকে থাকে স্টার জলসার পর্দায়। জনপ্রিয় ধারাবাহিক ‘কথা’-র প্রতি বাঙালির আকর্ষণ ঠিক কতটা, তার প্রমাণ মিলল সম্প্রতি এক ‘পর্দার বিয়ে’কে ঘিরে। নায়িকা রাইমার (Raima) বিয়ের সাজে ছবি ছড়িয়ে পড়তেই যেন টলিউডে ছড়িয়ে পড়ে একপ্রকার নিঃশব্দ বিস্ফোরণ। পোড়ামাটির মতো গায়ের রং, রানিরঙা বেনারসি, তাতে সোনালি জরির সূক্ষ্ম কাজ, কপালে চন্দনের অলকাতিলক, মাথায় শোলার মুকুট। পাশেই সেজে উঠেছেন বরপক্ষও, এই ছবিগুলিই সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ভাইরাল। গায়ে হলুদের মুহূর্তে হাস্যোজ্জ্বল রাইমার ছবি দেখে এক মুহূর্তের জন্যও বোঝার উপায় ছিল না, বাস্তব না কি অভিনয়!

‘রাইমা’ কিন্তু বাস্তবে অভিনেত্রী মানসী সেনগুপ্তের (Manasi Sengupta) বোন। ছোটপর্দার দর্শকদের কাছে তিনি পরিচিত স্টার জলসার ‘কথা’ ধারাবাহিকের নায়িকা রূপে। ধারাবাহিকটিতে তাঁর বিপরীতে রয়েছেন অনিন্দ্য বন্দ্যোপাধ্যায় (Anindya Banerjee), তিনি অভিনয় করছেন এক কর্তব্যপরায়ণ পুলিশ অফিসারের চরিত্রে।গোটা বিষয়টি নিয়ে মানসী উত্তর দিলেন, “হ্যাঁ, বিয়ে হচ্ছে রাইমার। বেশ লাগছে না?” সঙ্গে ছিল একরাশ রহস্যময়তা, যেন ইচ্ছা করেই জল্পনা উস্কে দেওয়া। তবে পরক্ষণেই রহস্য উন্মোচন। অভিনেত্রী জানালেন, “ওর তো এখনও বিয়ের বয়সই হয়নি। এটা ওর পর্দার প্রথম বিয়ের দৃশ্য। খুব উত্তেজিত ও। আপাতত সিরিয়ালেই বিয়ের অভিজ্ঞতা অর্জন করুক।”
‘কথা’ ধারাবাহিকের বিয়ের দৃশ্য যে কতটা বাস্তবের কাছাকাছি পৌঁছেছে, তার প্রমাণ রাইমার আত্মীয়মহলের প্রতিক্রিয়াতেই স্পষ্ট। অনেকে ভাবতে শুরু করেছিলেন, হয়তো তাঁদের অজান্তেই বাড়ির মেয়ে সাত পাক ঘুরে ফেলেছে। মানসীর কথায়, “আমাদের মা তো খুব আনন্দ পেয়েছেন! মেয়ে পর্দায় বিয়ের আচার পালন করছে দেখে বারবার আমাদের ডেকে ভিডিয়ো দেখাচ্ছেন। যেন আসলেই ওর বিয়ে হয়েছে।” তবে এই ঘটনাকে ঘিরে তৈরি হয়েছে আরও এক মজার গুলিয়ে যাওয়া। টলিউডে অভিনেত্রী রাইমা সেন (Raima Sen) আছেন বলে অনেকেই প্রথমে ভেবেছিলেন, হয়ত তিনিই বিবাহসূত্রে বাঁধা পড়েছেন! পরে বোঝা যায়, তিনি নন, ধারাবাহিক ‘কথা’র তরুণী নায়িকাকে নিয়েই এই হইচই।আর সেই রসিকতা আরও খানিক বাড়িয়ে দিলেন মানসী নিজেই। ছোটপর্দার জনপ্রিয় এই অভিনেত্রী একাধিক হিট ধারাবাহিকে অভিনয় করেছেন। তবে বিয়ের দৃশ্য? সে সুযোগ নাকি তাঁর কপালে কখনও জোটেনি! হাসতে হাসতে বলেন, “আমার কপালটাই খারাপ! পর্দায় তো সবসময় খলনায়িকার চরিত্রে থেকেছি। অনেক বার জেলে গিয়েছি। কিন্তু একবারও বিয়ের সাজে সাজা হয়নি।” তাঁর কথার মধ্যেই লুকিয়ে ছিল একটি টানটান আবেগ। অভিনয়ের জগতে প্রতিদিনই চরিত্রের ওঠাপড়া, অথচ সেই একই শিল্পের মধ্যেই থেকে কারও কাছে একটা বিয়ের দৃশ্যও হয়ে ওঠে বিশেষ অর্জন।
টলিপাড়ায় এখন এই ধারাবাহিকের বিয়ে নিয়ে কৌতূহলের শেষ নেই। আগামী দিনে ‘কথা’য় এই বিয়ের পরে কী মোড় নেয় গল্প, তা দেখতেই মুখিয়ে দর্শকরা। এদিকে, রাইমার এই নতুন অভিজ্ঞতা তাঁর কেরিয়ারে নিঃসন্দেহে এক গুরুত্বপূর্ণ অধ্যায়। বাস্তব জীবনে তিনি যতই ছোট হোন, পর্দায় তাঁর আত্মবিশ্বাস এবং পরিণত অভিনয় ইতিমধ্যেই দর্শকদের মুগ্ধ করেছে। এই মুহূর্তে টলিপাড়ার বহু তরুণ অভিনেতা-অভিনেত্রীর মধ্যে রাইমা নিজের স্বতন্ত্র জায়গা করে নিচ্ছেন। ‘কথা’ ধারাবাহিকের এই বিয়ের দৃশ্য তাঁর প্রতি দর্শকের অনুভূতিকে আরও এক ধাপ গভীর করে তুলেছে। এখন দেখার, এই বিয়ের সাজ পরা রাইমা শুধু পর্দাতেই আটকে থাকেন, না কি বাস্তবেও শিগগিরই জীবনের নতুন অধ্যায় শুরু করেন, তা সময় বলবে। তবে আপাতত একটাই কথা, ‘কথা’র রাইমা ঘর বাঁধছেন, আর দর্শকরা টিভির পর্দায় চোখ রেখেই সেই সাতপাকে সাক্ষী থাকছেন।
ছবি: সংগৃহীত
আরও পড়ুন : Hrithik Roshan, Sussanne Khan | হৃত্বিককে বিচ্ছেদের প্রস্তাব দিয়েছিলেন সুজ়ান
