



কেন্দ্রীয় রেলমন্ত্রীর চিঠি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে
সাশ্রয় নিউজ ★ কলকাতা : কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিলেন। সূত্রের খবর, পশ্চিমবঙ্গে জমির সংক্রান্ত সমস্যায় আটকে আছে রেলের অনেক কাজ। বৈষ্ণব, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে জানান, বাংলায় রেলের ৫০ হাজার ৯১৫ কোটি টাকার কাজ আটকে আছে। চিঠিতে তিনি ৬১ টি রেল প্রকল্পের কথাও উল্লেখ করেন, যে প্রকল্পগুলি জমির সমস্যার জন্য আটকে আছে। সূত্রের আরও খবর, মুখ্যমন্ত্রীকে বৈষব আরও জানান, যাতে জমি সমস্যার জন্য ওই কাজগুলি আটিকে না থাকে সে বিষয়ে গুরুত্ব দিয়ে দেখতে।
-প্রতীকী ছবি
