



সাশ্রয় নিউজ ডেস্ক ★ নতুন দিল্লি : সম্প্রতি কেরালার ওয়ানাড়ে ভূমিধ্বসে বিধ্বস্ত হয়। ঘটে প্রাণহানির ঘটনা। ঘর ছাড়া হন বহু মানুষ। পুনর্বাসনের কাজ শুরু হয় বিধ্বস্ত গ্রামগুলিতে। আশ্রয় স্থল থেকে ক্রমে ফিরেছেন দুর্গতরা। ওয়ানাড়ের পাশে দাঁড়ালেন সেখানকার একদা সাংসদ রাহুল গান্ধী (Rahul Gandhi)। তাঁর সাংসদ হিসেবে মাসিক বেতনের সম্পূর্ণটাই কংগ্রেস সাংসদ দান করেন বলে উল্লেখ। একই সঙ্গে রাহুল দেশবাসীকে ওয়ানাড়ের পাশে দাঁড়ানোর আর্জি জানান। এক্স হ্যাণ্ডেলে কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী লেখেন, “ওয়ানাড়ের আমার ভাই ও বোনের ভয়ঙ্কর ক্ষতির সম্মুখীন হয়েছেন, এই অবস্থা থেকে পুনরুদ্ধারের জন্য তাঁদের পাশে দাঁড়াতে হবে আমাদের। ক্ষতিগ্রস্তদের ত্রাণ এবং পুনর্বাসনে সাহায্যের জন্য পুরো মাসের বেতন দান করছি আমি।” এর পরেই দেশবাসীর উদ্দেশ্যে কংগ্রেস সাংসদ লেখেন, “সমস্ত দেশবাসীকে অনুরোধ করছি, সাধ্য মতো সাহায্য করুন। সামান্য কিছুও দানও পার্থক্য গড়ে দিতে পারে। ওয়ানাড় আমাদের দেশের একটি সুন্দর অংশ। সেখানকার মানুষের পুনর্বাসনে সাহায্য করতে পারি আমরা।”
ছবি : সংগৃহীত
আরও খবর : Left Front Rally : রাজাবাজার থেকে শ্যামবাজার মানুষের গর্জন
