



ট্যুইটারে নিজের বায়োতে রাহুল লিখলেন ‘ডিসকোয়ালিফায়েড এমপি’
সাশ্রয় নিউজ ★ কলকাতা : সম্প্রতি রাহুল গান্ধীর লোকসভার সাংসদ পদ খারিজ করেন লোকসভার স্পিকার। কংগ্রেস সাংসদের সাংসদ পদ খারিজ করার প্রতিবাদে কংগ্রেস নেতা ও সমর্থকরা দেশ জুড়ে আন্দোলনে নেমেছেন। কংগ্রেস শীর্ষ নেতৃত্ব সাংসদ পদ খারিজের প্রতিবাদে দেশ জুড়ে সংকল্প সত্যাগ্রহের ডাক দিয়েছেন। দিল্লির রাজঘাটে সংকল্প সত্যাগ্রহের বসেছেন কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব। কংগ্রেস সূত্রে খবর, প্রথমে পুলিশ কর্মসূচির অনুমতি না দিলেও পরে অনুমতি দেন। অন্যদিকে রাহুল গান্ধী নিজের ট্যুইটার হ্যাণ্ডেলের বায়ো বদলে ফেলে লিখেছেন, ‘ডিসকোয়ালিফায়েড এমপি’।
