Sasraya News

Saturday, February 8, 2025

Rahul Dravid : ফের হেড কোচের দায়িত্বে রাহুল দ্রাবিড়

Listen

সাশ্রয় নিউজ ★ স্পোর্টস ডেস্ক : সম্প্রতি ভারতীয় দলের হেড কোচ রাহুল দ্রাবিড় (Rahul Dravid) অবসর নেন। এর পরেই তাঁর জায়গায় ভারতীয় ক্রিকেট দলের কোচ হিসেবে যোগ দেন গৌতম গম্ভীর। চুক্তি শেষ হয়ে যাওয়ার পরে রাহুল রাহুল দ্রাবিড় শুক্রবার আরও একটি দলের কোচ হিসেবে দায়িত্ব নেন। না। কোনও দেশের জাতীয় দলের কোচ হিসেবে নয়। এবার দায়িত্ব নেন রাজস্থান রয়্যালসের (Rajasthan Royals)। সূত্রের খবর ছিল, ভারতীয় জাতীয় দলের সঙ্গে চুক্তি শেষ হওয়ার পরে রাহুল দ্রাবিড় হেড কোচের দায়িত্ব নিতে পারেন রাজস্থান রয়্যালসের। তা যে সর্বৈবভাবে সত্যি, শুক্রবার ৬ সেপ্টেম্বর রাজস্থান রয়্যালসের সাংবাদিক সম্মেলনে প্রমাণ মেলে। রাজস্থান রয়্যালসের এক্স হ্যাণ্ডেলে একটি ভিডিওতে দেখা যায় রাহুল বললেন, ‘হ্যালো! এখান থেকেই প্রথম আইপিএল চ্যাম্পিয়ন হয়েছিল।’ এমনকী আর আর (RR) -এর সাপোর্ট স্টাফদের সঙ্গেও কথোপকথনে অংশ নেন ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক ও প্রাক্তন কোচ। রাহুল দ্রাবিড়ের কথায়, ‘এই ফ্র্যাঞ্চাইজিতে ফিরতে পেরে আমি আল্পুত। অনেকগুলো বছর এই দলটাকে নিজের বাড়ি মনে করতাম। টি-২০ বিশ্বকাপের পর আমার মনে হয়েছিল, এটাই সঠিক সময় অন্য কোনও চ্যালেঞ্জ নেওয়ার। আর রয়্যালসই হল এর জন্য সবচেয়ে সেরা জায়গা।’

ছবি : আন্তর্জালিক

আরও খবর : Weather Update : ভারী বৃষ্টির পূর্বাভাস

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment