



সাশ্রয় নিউজ ডেস্ক ★ পুরুলিয়া : ঝড়ে উড়ে গেছে বাড়ির চালা। বৃষ্টিতে মাটির বাড়ি মাটিতে মিলিয়ে যায়। এখন বাড়ির শৌচালয়ে আশ্রয় মিথিলা মাহাতো (৬৬)। পুরুলিয়া ১ ব্লকের সুন্দ্রাডি গ্রামের বাসিন্দা মিথিলা দেবী। লোকের বাড়ি কাজ করে সংসার চালান। সম্প্রতি ঝড়-বৃষ্টিতে মাটির বাড়িটিও হারান। তিনি জনান, তারপর প্রশাসনের দারস্থ হয়েও মাথা গোঁজার ঠাঁইয়ের সুরাহা হয়নি। সোমবার মিথিলা মাহাতোর সঙ্গে দেখা করেন বিজেপি প্রার্থী জ্যোতির্ময় সিং। তৃণমূল কংগ্রেস প্রার্থী শান্তিরাম মাহতোর দিকে প্রশ্ন তোলেন বিজেপি প্রার্থী। তাঁর কথায়, ‘তিনি কী করেছেন? এই এলাকার জেলাপরিষদের সদস্যা তথা জেলা পরিষদের সভাপতি তিনি কী করেছেন? এই তাঁদের উন্নয়ন? একজন মহিলাকে শৌচাগারে বাস করতে হচ্ছে। মাননীয় মোদীজি গোটা দেশে বিকাশ করছেন, কেন এখানে এসে বিকাশ থেমে যাবে।’ প্রধানমন্ত্রী আবাস যোজনা আবাস প্রকল্প নিয়ে পুরুলিয়া লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থীর পাল্টা জবাব দেন, ‘কেন্দ্রীয় সরকারের কাছে পাঠানো আছে কিন্তু সেই তালিকা অনুযায়ী তারা টাকা পাচ্ছেন না। তাই আজ এই দূরাবস্থার মধ্যে পড়তে হচ্ছে।’ অন্যদিকে, কেন্দ্রে তাঁদের সরকার ফিরলে মিথিলা মাহাতোকে ঘর তৈরি করে দেওয়ার প্রতিশ্রুতি দেন জ্যোতির্ময় সিং। -ফাইল চিত্র
আরও পড়ুন : Kanhaiya Kumar : দিল্লি উত্তর-পূর্ব আসনে কানহাইয়া কুমার প্রার্থী করল কংগ্রেস
