Purbasthali : পূর্বস্থলীতে সিপিআই (এম)-এর মিছিল

SHARE:

সাশ্রয় নিউজ ডেস্ক ★ পূর্বস্থলী : বুধবার পূর্বস্থলীর মাজিদা অঞ্চলের সিপিআইএম ২ নং এরিয়া কমিটির উদ্যোগে মিছিল সিপিআই (এম)-এর। মিছিলটি হয় পূর্বস্থলীর  মাজিদা অঞ্চলে। আরজি কর হসপিটালে নারকীয় ঘটনার প্রতিবাদে এবং তার বিচার চেয়ে এক বিশাল মিছিল বের হয়। মাজিদা অঞ্চলের লক্ষ্মীপুর থেকে শুরু করে বিভিন্ন অঞ্চল পরিক্রমার শেষে লক্ষ্মীপুরে এসে তাদের এই মিছিলের শেষ হয়। মিছিলে মহিলাদের অংশগ্রহণ ছিল দেখবার মত। মিছিলে উপস্থিত ছিলেন সিপিআইএম এরিয়া কমিটির সম্পাদক বিন কাশেম শেখ সহ নির্মল দে, প্রদীপ কুমার সাহা প্রমুখ।

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment

আরো পড়ুন