Sasraya News

Wednesday, April 23, 2025

Purbasthali : নিমদহতে আন্তর্জাতিক মাতৃভাষা ভাষা দিবস উদযাপন

Listen

সাশ্রয় নিউজ ★ পূর্বস্থলী : ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন নিমদহতে। পূর্বস্থলীর নিমদহ গ্রাম পঞ্চায়েতের মধুপুর গ্রামের আদিবাসী ও লোকশিল্পী সংগঠনের উদ্যোগে প্রায় সহস্রাধিক আদিবাসী লোকশিল্পীদের নিয়ে মাতৃভাষা দিবস উদযাপন হল।  উপস্থিত ছিলেন সংগঠনের রাজ্য সম্পাদক রহমান শেখ। এছাড়াও উপস্থিত ছিলেন বিন কাশেম শেখ, কাজল রায় প্রমুখ। ২১-এ ফেব্রুয়ারির তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন বক্তারা। এছাড়াও আদিবাসী নৃত্য, লোকগীতি, বাউল, ঝুমুর নৃত্য ঢাক – বাদক ইত্যাদিও পরিবেশিত হয়। 

ছবি : প্রতীকী 

আরও খবর : Saseaya News , 21 February Issue : সাশ্রয় নিউজ, ২১ ফেব্রুয়ারি

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment