



সাশ্রয় নিউজ ★ পূর্বাস্থলী : পূর্বাস্থলীর (Purbasthali) বেলগাছিতে ভিড় সাধারণ মানুষের। কী হয়েছে? পূর্বাস্থলীর বেলগাছি গ্রাম। ওই গ্রামেরই একটি আম গাছে বাসা বেঁধেছে ইণ্ডিয়ান প্যারাডাইস (Indian Paradise) ক’য়েক দিন আগে তিনটি বাচ্চাও দিয়েছে। হঠাৎ এই পাখিটিকে পূর্ব বর্ধমান জেলার পূর্বাস্থলীর গ্রামে দেখতে পেয়ে আমোদিত এলাকাবাসী। পাখিপ্রেমীরাও গ্রামটি পা-রাখছেন। ছবি : সংগৃহীত
আরও পড়ুন : Kalna CPIM : সিপিআই(এম)-এর প্রবীণ কর্মীর জীবনাবসান
