



সাশ্রয় নিউজ ★ পূর্বস্থলী : এক উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীকে (H.S. Candidate ) খুনের চেষ্টা। ওই পরীক্ষার্থীর নাম মুদ্দাসির শেখ। শনিবার ১৭ ফেব্রুয়ারি সে পরীক্ষা দিতে যাচ্ছিল। এমন সময় ওই ছাত্রকে পথে খুনের চেষ্টা হয় বলে উল্লেখ। ঘটনায় ধৃত জয় চাঁদ দাস ওরফে সৌরভ। সূত্রের খবর, ওই পরীক্ষার্থী পারুলডাঙ্গা নসরতপুর উচ্চ বিদ্যালয় -এর ছাত্র। সে পরীক্ষা দিতে যাচ্ছিল সমুদ্রগড় উচ্চ বিদ্যালয়-এ। পরীক্ষা দেবার কেন্দ্রে যাবার পথেই সে আক্রান্ত হয়। ধৃত জয়চাঁদ দাসকে ভারতীয় দণ্ডবিধির ৩২৫/৩৪৭/৫০৬/৩৪ ধারায় পুলিশ আদালতে পেশ করে বলে উল্লেখ।
