Sasraya News

Saturday, February 8, 2025

Purbasthali : আধার বাতিলের চিঠি পেলেন এক অসুস্থ বৃদ্ধ

Listen

সাশ্রয় নিউজ ★ পূর্বস্থলি : আধার কার্ড বাতিলের (Aadhar Card Cancel) চিঠি আসে এক শারীরিক ও মানসিকভাবে অসুস্থ্ বৃদ্ধের কাছে। তাঁর বাড়ি পুর্বস্থলি (Purbasthali) ১ব্লকের নসরতপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত। নাম হরিদাস দাস। তিনি একদা পেশায় তাঁত শিল্পী ছিলেন। বর্তমানে তাঁত বন্ধ হয়ে যাওয়ায় রোজগারও বন্ধ হয়ে গিয়েছে। অন্যদিকে আধার কার্ড বাতিল হওয়াতে সরকারি ব্যাংকের লেনদেন বার্ধক্য ভাতা, রেশন সমস্ত কিছু থেকে বঞ্চিত হবেন বলে আশঙ্কায় বৃদ্ধ হরিদাস দাস। এলাকাবাসীদের কথায়, আধারের চিঠি যেন তার জীবন আরও আঁধারে পরিণত হয়ে গেল। এবার তিনি কী করবেন কিছুই ভেবে পাচ্ছেন না। ভরসা বার্ধক্য ভাতার টাকা। তা-ও যদি আধারের জন্য ব্যাংক থেকে তুলতে না পারা যায় তাহলে দারিদ্র্য আরও কঠিন হয়ে বুকের ওপর দাঁড়াবে! -সংগৃহীত ছবি 

আরও পড়ুন : Ambani Wedding : আম্বানীপুত্রের বিয়েতে আসছেন বিলগেটস!

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment