Sasraya News

Thursday, February 13, 2025

Purbasthali : আক্রান্ত যুব নেতা

Listen

সাশ্রয় নিউজ ডেস্ক ★ পূর্বস্থলী : মেলা থেকে বাড়ি ফেরার পথে আক্রান্ত বাম-যুবনেতা। নাম রওসশন আহমেদ শেখ। স্থানীয় ডিওয়াইএফআই নেতৃত্বের অভিযোগ, জামালপুরের মেলা থেকে বাড়ি ফেরার পথে তৃণমূল কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীদের দ্বারা তিনি আক্রান্ত হন। তাঁর মাথা ফাটিয়ে দেয় দুষ্কৃতীরা। ভারতের যুব ফেডারেশনের সদস্যকে পূর্বস্থলী হাসপাতালে চিকিৎসা করানো হন বলে উল্লেখ। বুধবারের ঘটনায় বিস্তারিত জানিয়ে পূর্বস্থলী থানায় অভিযোগ দায়ের করা হয় বলে উল্লেখ। সিপিআই (এম) ও ডিওয়াইএফআই নেতৃত্ব দোষীদের দ্রুত গ্রেফতারের দাবী তোলেন।

ছবি : সংগৃহীত 

আরও পড়ুন : Firoz Khan Passes Away : অভিনেতা ফিরোজ খান প্রয়াত

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment