



সাশ্রয় নিউজ, কালনা ★ পূর্ব বর্ধমান : ভিন রাজ্যে গিয়ে এক গ্যাস সিলিন্ডার ফেটে পরীযায়ী শ্রমিকের মৃত্যু। ওই শ্রমিকের নাম নবাব শেখ। বাড়ি মন্তেশ্বর থানার তেঁতুলিয়া গ্রামে। সূত্রের খবর, তিনি সোনার কাজ করতে সুরাটে গিয়েছিলেন। সেখানেই রান্না করার জন্য গ্যাসে বসিয়ে দিয়েছিলেন নবাব। আর হঠাৎই গ্যাস সিলিন্ডার ফেটে তার মৃত্যু হয়। সূত্রের খবর ঘটনার পরে, তাকে স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। বুধবার রাত্রে এই খবর নবাবের দেশের বাড়িতে আসে এবং বৃহস্পতিবার প্লেনে করে তার মৃতদেহ আসছে বলে আত্মীয়-স্বজনেরা জানান। নবাব শেখই বাড়িতে একমাত্র ইনকাম হোল্ডার ছিলেন। তাঁর বাড়িতে বাবা-মা স্ত্রী এবং বোন রয়েছে। ঘটনায় শোকের ছায়া তেঁতুলিয়া এলাকায়।
ছবি : প্রতীকী
