



প্রয়াত কালনা শহর তৃণমূলের প্রাক্তন সভাপতি
সাশ্রয় নিউজ ★কালনা, পূর্ব বর্ধমান : কালনার তৃণমূল কংগ্রেসে হঠাৎ-ই নক্ষত্র পতন। হৃদরোগে আক্রান্ত হয়ে পরলোকে গমন করলেন দীনবন্ধু গুইন। তিনি ১৯৯৮ সালে কালনা শহর তৃণমূল কংগ্রেসের প্রথম সভাপতি ছিলেন। শ্রী গুইন দীর্ঘদিন কালনা হিন্দু বালিকা উচ্চ বিদ্যালয় শিক্ষাকর্মী হিসেবে কর্মরত ছিলেন। যদিও তিনি অবসরপ্রাপ্ত কর্মী ছিলেন। এলাকার একাধিক সামাজিক কর্মের সঙ্গেও দীনবন্ধু বাবু যুক্ত ছিলেন। এদিন তাঁকে তাঁর প্রিয় স্কুলে শেষ শ্রদ্ধা জানানো হয়। উপস্থিত ছিলেন বিদ্যালয়ের শিক্ষিকা ও শিক্ষা কর্মীবৃন্দও।
দীনবন্ধু গুইনের প্রয়াণে শোকাহত রাজনৈতিক ও তাঁর পারিবারিক, পরিচিত মহল। তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা জানাচ্ছেন প্রত্যেকেই।
