Sasraya News

Purba Burdwan : জামালপুরে যুবতীর মৃত্যু ঘিরে রহস্য

Listen

জামালপুরে যুবতীর মৃত্যু ঘিরে রহস্য 

পুর্ব বর্ধমান : দুই বোন রাতে একসঙ্গে ঘুমাতে যায় বলে, পরিবার সূত্রে খবর। কিন্তু ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে দেখা যায় এক বোন বাড়ির পেছন থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার হয়! কেন এমন হল? মৃতার দাদা জানান, কয়েক মাস আগে একটি ছাগল অসুস্থ হয়ে মারা যায়। তারপর থেকেই যুবতী খাওয়া দাওয়া ছেড়ে দেয়! কিন্তু শনিবার ঠিকঠাকই খাওয়া দাওয় করে দুই বোন ঘুমাতে যায়। রবিবার সকালবেলা ঝুলন্ত অবস্থায় উদ্ধার হয় এক বোনের মৃতদেহ। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে জামালপুর থানার নারায়ণপুরে। স্থানীয় মানুষজন জানান, ঝুলন্ত অবস্থায় থাকাকালীন মৃতার দুই পা বাঁধা ছিল। এইখানেই রহস্য ঘনীভূত হচ্ছে স্থানীয় মানুষদের, ‘ছাগলের মৃত্য-শোকেই যদি মৃত্যু হবে, তাহলে দুলালীর পা কেন বাঁধা থাকবে?’

    পুলিশ সূত্রে জানা যায়, মৃতার নাম দুলালী মালিক (২৪)। প্রথমিকভাবে, আত্মহত্যার ঘটনা বলেই মনে করা হচ্ছে।  ময়নাতদন্তের রিপোর্ট এলে সব পরিষ্কার হয়ে যাবে। 

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment

Also Read