



কালনায় সাইবার ক্রাইম সচেতনতা সম্পর্কে বিশেষ সেমিনার
সাশ্রয় নিউজ ★ কালনা, পূর্ব বর্ধমান : আগামী ৮ অক্টোবর, ২০২৩ রবিবার বিকাল তিনটেয় কালনা পুরশ্রী মঞ্চে” একটি বিশেষ সম্মান প্রদান অনুষ্ঠান। প্রসঙ্গত উল্লেখ্য যে, দি কালনা চেম্বার অফ কমার্স অ্যাণ্ড স্মল ইন্ডাস্ট্রিজ কালনা শহর ও মহাকুমার বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য এ পুরস্কার প্রদান করবে। তাঁদের কথায়, ‘এ মহকুমার সার্বিক বিকাশ, উন্নয়ন তথা শিক্ষা সমাজসেবা, ক্রীড়া ব্যবসা-বাণিজ্য ও অন্যান্য বিষয়ে উল্লেখযোগ্য অবদান রেখেছেন এমন কয়েকজন প্রবীণ বিশিষ্ট নাগরিককে বণিক প্রভার সম্মান ২০২৩ পুরস্কারে ভূষিত করা হবে।’ ওইদিনই সাইবার ক্রাইম ও আর্থিক প্রতারণা-এর প্রতিকার সংক্রান্ত একটা গুরুত্বপূর্ণ সেমিনারের আয়োজন করেছেন উদ্যোক্তারা। ওই সেমিনারে উপস্থিত থাকবেন বহু বিশিষ্টজন। সেখানে আর্থিক প্রতারণা সহ সাইবার ক্রাইমের বিভিন্ন দিক বিষয়ে আলোচনা করবেন ওই বিষয়ে অভিজ্ঞরা। কালনা মহকুমার সমস্ত স্কুলগুলিতে বিশেষত স্কুলের হেড অফ দ্য ইনস্টিটিউটকে এ বিষয়ে জানানো হয়েছে বলে উল্লেখ। উদ্যোক্তারা আরও জানান, সাইবার ক্রাইমের দৌরাত্ম যেভাবে বেড়েছে তাতে এই ধরনের একটি সচেতনতামূলক উদ্যোগ সাধারণ মানুষকে সাইবার ক্রাইম সম্পর্কে সচেতন করবে।
ছবি : প্রতীকী
