



একসঙ্গেই জীবন কাটাতে চায় দুই নিখোঁজ কন্যা, জানাল আদালতে
সাশ্রয় নিউজ ★ কালনা, পূর্ব বর্ধমান : পূর্ব বর্ধমানের (Purba Burdwan) কালনা পুলিশ ভিন রাজ্যে পালিয়ে যাওয়া কালনার ২ সমকামী কন্যাকে ফিরিয়ে আনল। পুলিশ সূত্রে খবর, একজনের বাড়ি কালনা থানার অন্তর্গত শিকারপুরে গ্রামে। সে স্নাতক। আর একজন কালনার ওমরপুর গ্রামের নবম শ্রেণীর ছাত্রী। দু’জনের ফেসবুকে আলাপ।
আরও পড়ুন : ক্যাটরিনার কী হল, এত ভয় পেয়ে গেলেন!
সেখান থেকেই তাঁদের সম্পর্ক গভীর হয়। তারপরেই ওই দুইজন পালিয়ে যায় অন্ধ্র প্রদেশে। দুই কন্যার বাড়ি থেকে থানায় মিসিং ডায়েরি করা হয় বলে উল্লেখ। পরিবার থেকে মিসিং ডায়েরি পেয়ে দীর্ঘ তিন মাস পর কালনা থানার পুলিশ তাঁদেরকে উদ্ধার করে। সোমবার কালনা হসপিটালে তাদের স্বাস্থ্য পরীক্ষা করার পর আদালতে তোলা হয়। সূত্রের খবর, আদালতে তাঁরা দৃঢ়তার সঙ্গে জানিয়েছে, তাঁরা বাড়ি ফিরতে চায় না। এভাবেই দু’জনে একসঙ্গে জীবন কাটাতে চায়।
ছবি : প্রতীকী
