Sasraya News

Wednesday, June 18, 2025

Pujo carnival : বর্ণাঢ্য পুজো কার্ণিভাল মুর্শিদাবাদের বহরমপুরে

Listen

বর্ণাঢ্য পুজো কার্ণিভাল মুর্শিদাবাদের বহরমপুরে

সাশ্রয় নিউজ : গতকাল শুক্রবার রাজ্যের বিভিন্ন জেলার পাশাপাশি মুর্শিদাবাদ জেলায় প্রথমবারের মতন পুজো কার্নিভাল হয়ে গেল বহরমপুর শহরে। শুক্রবার দ্বাদশীর দিন বহরমপুর শহর ঘিরে বেশ এই কার্নিভালটিকে ঘিরে সাজো সাজোভাব ছিল৷ মুর্শিদাবাদ তথ্যসংস্কৃতি দপ্তর ও মুর্শিদাবাদ জেলা পুলিশের যৌথ উদ্যোগে এই কার্নিভালে অংশ গ্রহণ করেন ১২ টি পুজো কমিটি। প্রতিটি পুজো কমিটি তাঁদের প্রতিমা সামনে নিয়ে শোভাযাত্রা করে কার্নিভালে উপস্থিত হয়েছিল। শোভাযাত্রা দেখতে শহরের চারপাশে সাধারণ মানুষ ভিড় করেন। শোভাযাত্রা ধুনুচি নাচ, ঢাকের ধ্বনি আর সর্বপরি মানুষের আনন্দোচ্ছ্বাস আরও বর্ণময় হয়ে উঠেছিল। এদিনের কার্নিভাল শুভ সূচনা হয় ধ্রুবক নামে একটি সাংস্কৃতিক চর্চাকেন্দ্র-এর শিল্পীদের অনুষ্ঠানের মধ্যে দিয়ে। এছাড়াও কার্নিভালে আদিবাসী নৃত্য ও বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান করেছে জেলার শিল্পীরা। কার্ণিভালের অনুষ্ঠান মঞ্চ উপস্থিত ছিলেন, মন্ত্রী খলিলুর রহমান, জেলা শাসক রাজর্ষী মিত্র, পুলিশ সুপার কে সাবড়ি রাজকুমার, বহরমপুর সদর এসডিও প্রভাত চ্যাটার্জি, অতিরিক্ত জেলা শাসক (উন্নয়ন) নির্মাল্য ঘরামি, লালবাগ সদর-এর এসডিও তন্ময় সরকার সহ জেলার বিশিষ্ট্য ব্যক্তিবর্গ।

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment