



পরিধি চক্রবর্তী ✪ সাশ্রয় নিউজ, মুম্বাই : প্রিয়াঙ্কা চোপড়া (Priyanka Chopra) বলিউডে প্রথম দিকেই কাজ করেছিলেন অক্ষয় কুমার (Akshay Kumar)-এর সঙ্গে। একের পর এক ছবিতে তাঁদের রসায়ন নিয়ে যেমন দর্শক মুগ্ধ হয়েছিলেন, তেমনই গুঞ্জন শুরু হয়েছিল তাঁদের সম্পর্ক ঘিরে।

শোনা গিয়েছিল, পর্দার বাইরেও তাঁদের ঘনিষ্ঠতা নাকি মাত্রা ছাড়াচ্ছে। সেই সময়ে প্রিয়াঙ্কাকে একাধিক জায়গায় এই সম্পর্ক নিয়ে প্রশ্নের মুখে পড়তে হয়েছিল। করণ জোহর (Karan Johar)-এর জনপ্রিয় টক শো-তে পর্যন্ত অক্ষয়ের সঙ্গে প্রেমের প্রসঙ্গ তুলেছিলেন করণ।

সেদিন প্রিয়াঙ্কা সাফ জানিয়েছিলেন, ”এসব বিষয়ে বাইরের মানুষের কাছে কিছু প্রমাণ করার নেই। আমি কাউকে কোনও জবাবদিহি করব না।” তবে করণ সেদিন সরাসরি না জিজ্ঞাসা করলেও, ঘুরিয়ে ফিরিয়ে এই সম্পর্ক কতদূর এগিয়েছে, সেটাই বোঝার চেষ্টা করেছিলেন। যদিও প্রিয়াঙ্কা কথা ঘুরিয়ে দিয়েছিলেন। সেই সময় প্রিয়াঙ্কা চোপড়া’র নাম জড়িয়েছিল বলিউডের আরও অনেক নায়কের সঙ্গেই। শাহিদ কাপুর (Shahid Kapoor)-এর সঙ্গে তাঁর প্রেমের গুঞ্জন ছিল তুঙ্গে। আবার একসময় বলিউডে শোরগোল পড়ে গিয়েছিল শাহরুখ খান (Shah Rukh Khan)-এর সঙ্গেও তাঁর সম্পর্ক নিয়ে। কেউ কেউ বলেছিলেন, শাহরুখের ঘনিষ্ঠ মহল এই গুঞ্জন চাপা দেওয়ার চেষ্টাও করেছিলেন। তবে এ বিষয়ে কখনও মুখ খোলেননি শাহরুখ বা প্রিয়াঙ্কা। এখন সব অতীত। প্রিয়াঙ্কা চোপড়া বিয়ে করেছেন নিক জোনাস (Nick Jonas)-কে। সুখে সংসার করছেন লস অ্যাঞ্জেলসে। মাঝেমধ্যেই নিকের সঙ্গে তাঁর ছবি ভাইরাল হয়। কিন্তু সম্প্রতি এক সাক্ষাৎকারে ফের উঠে এল অক্ষয় কুমারের প্রসঙ্গ।

টম ক্রুজ (Tom Cruise) ও অক্ষয় কুমার দু’জনেই নিজের ছবির জন্য ভয়ঙ্কর সব স্টান্ট করেন। প্রশ্ন করা হয়েছিল, এই ধরনের স্টান্ট করতে পারবেন কিনা প্রিয়াঙ্কা? উত্তরে তিনি অকপট, “টম ক্রুজ বা অক্ষয় কুমার যে ধরনের স্টান্ট করেন, তাঁরা দারুণ। কিন্তু আমার ততটা সাহস নেই যে প্লেন থেকে ঝাঁপ দিয়ে সেটি ধরে ফেলব। আমি যদি স্টান্ট করি, তবে বিভিন্ন সাপোর্ট নিই। এটাই সিনেমার ম্যাজিক।” অর্থাৎ, অক্ষয় কুমারের শারীরিক সক্ষমতা ও সাহসিকতায় এখনও মুগ্ধ প্রিয়াঙ্কা। যদিও ব্যক্তিগত জীবনে দু’জনের রাস্তা এখন আলাদা। প্রিয়াঙ্কা আন্তর্জাতিক তারকা, অস্কারের মঞ্চেও তাঁকে দেখা গিয়েছে উপস্থাপনা করতে। অন্যদিকে, অক্ষয় কুমারও বলিউডে নিজের জায়গা অটলভাবে ধরে রেখেছেন। তবে তাঁদের পুরনো রসায়ন নিয়ে বলিউডে যে এখনও কৌতূহল রয়ে গেছে, তা আর বলার অপেক্ষা রাখে না।
ছবি: সংগৃহীত
আরও পড়ুন : Akshay Kumar Detox Water | সারাদিন ধরে অক্ষয় পান করেন যে জল, জানেন কী থাকে তাতে?
