Sasraya News

Tuesday, February 11, 2025

Priyanka Chopra : ‘টু কিল আ টাইগার’ -এর প্রযোজক প্রিয়াঙ্কা

Listen

সাশ্রয় নিউজ ★ কলকাতা : নিশা পাহুজার পরিচালিত তথ্যচিত্র ‘টু কিল আ টাইগার’। তথ্যচিত্রটি অস্কার মনোনয়ন পায়। ‘টু কিল আ টাইগার’-এর এগজিকিউটিভ প্রযোজক হলেন প্রিয়াঙ্কা চোপরা (Priyanka Chopra)। রবিবার প্রিয়াঙ্কা নিজেই এ-খবর দেন তাঁর সোশ্যাল মিডিয়ার পাতায়। সেখানে তিনি উচ্ছ্বসিতভাবে লেখেন, “অ্যাকাডেমি অ্যাওয়ার্ডে মনোনীত ডকুমেন্টারির এগজিকিউটিভ প্রয়োজক হিসেবে যুক্ত হতে পেরে আমি গর্বিত।” ডকুমেন্টারি খুব শীঘ্রই নেটফ্লিক্স-এ মুক্তি পাবে বলে উল্লেখ। -সংগৃহীত ছবি 

আরও খবর : Arunachal Pradesh : বিজেপিতে যোগদান চারজন বিধায়কের

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment