



সোমবার বাংলায় আসছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু
সাশ্রয় নিউজ ★ কলকাতা : সোমবার বাংলায় আসছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবং নেতাজি ইন্দোর স্টেডিয়ামে একটি অনুষ্ঠানে যোগ দেবেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। ওই অনুষ্ঠানে রাষ্ট্রপতিকে রাজ্যের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হবে বলে খবর। অন্যদিকে ডিএ আন্দোলনরত সরকারি কর্মচারীরা সোমবার রাষ্ট্রপতিকে গণ-ইমেল করবেন বলে সংগ্রামী যৌথ মঞ্চ-এর পক্ষে উল্লেখ। ওইদিনই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও গণ-ইমেল -এর কর্মসূচি সংগ্রামী যৌথ মঞ্চ-এর পক্ষ থেকে। সোমবার শহীদ মিনার চত্বরে অভিষেক বন্দ্যোপাধ্যায়-এর সভা। ওই সভাকে কেন্দ্র করে যদি কোনও অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি হয়, সেই দায় নিতে হবে পুলিশকেই, ঘোষণা করা সংগ্রামী যৌথ মঞ্চ-এর। অন্যদিকে বদলি ও বেতনে কোপ-এর প্রতিবাদে ডিএ আন্দোলনকারীরা আদালতের দারস্থ হবেন বলে উল্লেখ।
উউল্লেখ্য যে, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আগামী মঙ্গলবার বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়-এর সমাবর্তন অনুষ্ঠানে যোগ দেবেন। রাষ্ট্রপতির সফর ঘিরে কড়া নিরাপত্তায় বিশ্বভারতী চত্বর মুড়ে রেখেছেন প্রশাসন।
-ফাইল চিত্র
