Sasraya News

Wednesday, June 18, 2025

President Draupadi Murmu : দুইদিনের সফরে পশ্চিমবঙ্গে এলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু

Listen

দুইদিনের সফরে পশ্চিমবঙ্গে এলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু

সাশ্রয় নিউজ ★ কলকাতা : দুইদিনের সফরে পশ্চিমবঙ্গে এলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। রাষ্ট্রপতি হওয়ার পরে এটিই তাঁর প্রথম পশ্চিমবঙ্গ সফর। বিমান বন্দরে রাষ্ট্রপতিকে স্বাগত জানান রাজ্যপাল সিভি আনন্দ বোস। রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম, সুজিত বসু। বিমান বন্দর থেকে রাষ্ট্রপতি সোজা যান রেসকোর্স-এ। রেসকোর্স-এ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাষ্ট্রপতিকে স্বাগত জানান। সেখান থেকে রাষ্ট্রপতি যান জোড়াসাঁকো ঠাকুর বাড়িতে। জোড়া সাঁকো ঠাকুরবাড়িতে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু তিনটি গ্যালারি ঘুরে দেখেন বলে উল্লেখ। সেখানে তাঁর সঙ্গে ছিলেন বীরবাহা হাঁসদা, ব্রাত্য বসু ও শশী পাঁজা। আজ নেতাজী ইণ্ডোর স্টেডিয়ামে রাজ্যের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হবে। আজ ও আগামী রাষ্ট্রপতি বঙ্গে বেশ কিছু কর্মসূচিতে। আগামীকাল তিনি বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়-এর সমাবর্তন অনুষ্ঠানে যোগ দেবেন।

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment