Sasraya News

Wednesday, April 23, 2025

Polygraph Test : আরজি কর কাণ্ডে পলিগ্রাফ টেস্ট

Listen

সাশ্রয় নিউজ ডেস্ক ★ কলকাতা : আরজি কর কাণ্ডে অভিযুক্ত সিভিক ভলান্টিয়ারের পলিগ্রাফ টেস্ট। রবিবার ওই প্রক্রিয়া শুরু করেন সিবিআই আধিকারিকরা বলে উল্লেখ। অভিযুক্ত প্রেসিডেন্সি জেল হেফাজতে আছেন। গত শনিবারই প্রেসিডেন্সি জেলে যান সিবিআই আধিকারিকরা। সূত্রের খবর, সেখানে গিয়ে সরেজমিনে দেখেন প্রেসিডেন্সি জেলের পরিকাঠামো। রবিবার সেখানেই শুরু হয় আরজি কর কাণ্ডে অভিযুক্ত সিভিক ভলান্টিয়ারের পলিগ্রাফ টেস্ট। ওই টেস্টের তত্বাবধান করেন সিবিআই-এর স্পেশাল দল। এছাড়াও সিএফএসএল-এর তত্ত্বাবধানে হয় সঞ্জয়ের পলিগ্রাফ টেস্ট। সিবিআই সূত্রে খবর, জেরায় বিভ্রান্ত করার চেষ্টা করেন অভিযুক্ত। বয়ান বদলেরও অভিযোগ তাঁর বিরুদ্ধে। তারপরে আদালতের নির্দেশে অভিযুক্তের পলিগ্রাফ টেস্ট হয় বলে উল্লেখ। সূত্রের খবর, রবিবার অভিযুক্ত সিভিক ভলান্টিয়ার ছাড়াও আরও দুইজন চিকিৎসকের পলিগ্রাফ টেস্ট হয় বলে উল্লেখ।

-প্রতীকী ছবি 

আরও খবর :  RG Kar Protest : আরজি করের ঘটনার প্রতিবাদে ‘বঙ্গরত্ন’ ফেরালেন পরিমল দে

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment