



কবি শুদ্ধেন্দু চক্রবর্তী-এর জন্ম ১৯৮০ সালে, কলকাতায়। প্রথম কবিতার বই ‘আকাশপালক’। এযাবৎ মোট কাব্যগ্রন্থর সংখ্যা আটটি। কবি কবিতার ভিতর মানুষের মনের আরোগ্য খোঁজেন। কবিতা পাথেয় করেই তাঁর ‘কবিতাক্লিনিক’। সাশ্রয় নিউজ-এর আজকের পাতায় রইল কবির একটি কবিতা।
শু দ্ধে ন্দু চ ক্র ব র্তী
ক্ষয়
মাখতেশরামন পৃথিবীর সমস্ত ক্ষয়ে যাওয়া নদী
নদীর উপকূলে মাসাডার হত্যানগরী
লিখতে চলেছি লিপি জলসত্রে ভরছি আগুন
পাতার ভিতর ক্ষয় মনের ভিতর ক্ষয়া নদী।
মাখতেশরামনে আমার মসিহা বাস করেন
ক্ষয় থেকে জেগে ওঠা পাহাড়ের অপূর্ব শিখর
সে পাহাড়ে নদী নেই ঝর্ণা নেই ধূ ধূ মরুভূমি
ক্ষয় যেন আলো আর আমি তার পান্থসারথি।
এই ক্ষয় নেমে আসে দু’চোখের দৃষ্টিগোলকে
কীভাবে বদলে যায় মহাকাশচারীর বয়ান
বসতের ভিতর পাঁচিল গড়ে তুলছ তুমিও
মাখতেশরামনের মতো আমাদের ক্ষয়া নদী।
🍁 সাশ্রয় নিউজ-এ আপনিও দিতে পারেন স্বরচিত স্থানীয় সংবাদ, ফিচার, গল্প, কবিতা, প্রবন্ধ, ভ্রমণ, উপন্যাস … ★ ই-মেল : sasrayanews@gmail.com
