



সৈয়দ নূরুল আলম
এক টুকরো রোদ
টিনের চালের ছিদ্র দিয়ে একটুকরো কাঁচা -রোদ এসে পড়ে নবনিতার মুখের দেয়ালে,
নবনিতার শীতার্ত মন খুঁজে নেয় উষ্ণ আরাম।
বাড়ির সামনে শানবাঁধানো পুকুর ঘাটে শুয়ে থাকে
স্বপ্নের সোনালী মাছ।
মন চাইলে মনের দূরত্ব মেপে নিতে পারে কিলোমিটারে।
ব্যথানিরাময়ের সবকিছু রাখা আছে চিলেকোঠার ঘরে।
মেহেদী রঙে, উচ্ছ্বাস ও আবেগ খানিকটা বাড়ে।
অঙ্কন : প্রীতি দেব
[সাশ্রয় নিউজ-এ আপনিও পাঠাতে পারেন স্থানীয় সংবাদ, গল্প, কবিতা, উপন্যাস, ভ্রমণ কাহিনী। ই-মেল : sasrayanews@gmail.com ]
