



কবি রুবি রায় কলকাতার উপকণ্ঠে মধ্যমগ্রাম-এ থাকেন। এই সময়ের পরিচিত কবি। দেশ বিদেশের বহু পত্র-পত্রিকায় নিয়মিত লেখেন। সাশ্রয় নিউজ-এর আজকের পাতায় রইল কবির একটি কবিতা।
রু বি রা য়
গৃহলক্ষ্মী
উপন্যাসের ঈষানকোণ বরাবর —
গড়িয়ে পড়া ঘেমোজলের বাসায়
হঠাৎ ছলাৎ শব্দ হলে, যেভাবে ফিরে তাকাও —
সেভাবে এসো।
কবিতা লেখার দুর্ঘটনায় আমরা একাত্মা হই
অপেক্ষার ইতিকে বন্দী করি গোপন তিলের বাসরঘরে।
বিকশিত জয়ধ্বজা পুঁতে তুমি হয়েছ কালপুরুষ
আমি রয়ে গেছি কমরেড রঙা পিনকোডে
গ্লোবাল ওর্য়ামিং-এর প্রতীক এই ঠোঁট
অন্তিমপর্বে শুষে নিল কিছু ট্র্যাজিক চুমু।
এবার চলো, তোমায় দাগহীন ভাবে গৃহলক্ষ্মীর হাতে তুলে দিই
আমার প্রৌঢ় তুলসীতলা ভরে উঠুক তোমার পদচারণার নিপুণ আলপনায়।
🍁সাশ্রয় নিউজ-এ আপনিও দিতে পারেন স্বরচিত স্থানীয় সংবাদ, ফিচার, গল্প, কবিতা, প্রবন্ধ, ভ্রমণ, উপন্যাস …
★ ই-মেল : sasrayanews@gmail.com
