Sasraya News

Saturday, February 15, 2025

Poet Rehana Bithi : কবি রেহানা বীথি -এর কবিতাগুচ্ছ

Listen

বি রেহানা বীথি মূলত কথাসাহিত্যিক হলেও কবিতা ও সাহিত্যের অন্যান্য শাখাগুলিতে অবাধ যাতায়াত করেন। থাকেন বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জে। পেশায় আইনজীবী। খুব ছোট থেকেই সাহিত্যের সঙ্গে যোগ। একইভাবে সংসার, কর্মজীবন ও নিজস্ব লেখালেখি দক্ষ হাতে সামলে চলেছেন। তাঁর প্রকাশিত গল্পের বই ‘আলো আসে এখানেও’, ‘বৃত্তের নিশিচারণ’ ও কবিতার বই ‘শূন্যতায় ঈশ্বরের ঠোঁট’ পাঠক মহলে সমাদর অর্জন করে। বাংলাদেশের প্রথম শ্রেণীর দৈনিক পত্র-পত্রিকার পাশাপাশি অজস্র অনলাইন ও লিটল ম্যাগাজিনে নিয়মিত লেখেন। এছাড়াও ভারতের উত্তরের সারাদিন, সাশ্রয় নিউজ, একদিন প্রভৃতি সাময়িকপত্র ও অন্যান্য বহু পত্র-পত্রিকাতে লেখা প্রকাশ পেয়েছে। সাশ্রয় নিউজ-এর আজকের পাতায় রইল কবির কবিতাগুচ্ছ। 

 

 

 

 

রেহানা বীথির কবিতাগুচ্ছ 

বাঁয়ের বুকপকেট

একদিন দেখা হবে আমাদের
হয়তো সেদিন কুয়াশা
নয়তো মলিন রোদ দাগ ফেলছে উঠোনে
অথবা বৃষ্টি…

দেখা হবেই, দেখো
দেখো…

আমার এই কথাটুকু টুকে
ভাঁজ করে বাঁয়ের বুকপকেটে রেখো…

 

 

হেম কেতকী 

সেরে ওঠো
সরল হও রাত্রির মতো
অন্ধকারের মতো নির্লিপ্তি নিয়ে
একটু ঘুমাও তুমি…

একটি দূরত্বকে
চন্দ্রালোকের মতো মেখে নাও শরীরে
দেখবে – শব্দ বেরুচ্ছে
ঘুম ঘুম শব্দ…

মুদিত চোখে
চোখের পাতায়
চুম্বনের শব্দ পাবে তুমি
অতঃপর গন্ধ পাবে হেম কেতকীর…

 

 

 

শীতের ভায়োলিন

ওম টের পাই
পৌষের হিমকাতর রাত যেন
পরম যত্নে ছড়িয়ে দেয় উত্তাপ
হাত বাড়াই
হাত বাড়িয়ে উত্তাপ ছুঁই
আগুন ছুঁই
মিঠে মিঠে আগুন…

একটি ছবি ভেসে ওঠে চোখের হৃদয়ে-
কুয়াশাদের গলে পড়া সন্ধ্যারাত
মধ্য উঠোনে আসর বসিয়েছে আগুন
বৃত্তাকারে কয়েকটি মুখ- মিঠে আগুনের রঙে রঙিন
হিমেল হাওয়ায় নেচে বেড়াচ্ছে আনন্দের ফুলকি…

চোখ আর্দ্র হয়
কান্নারা বড় বেশি ভিজে যায়
নি-দয়া শীতে…

 

 

 

বাজনা

পড়ে আছি
হয়তো জীবিত
হয়তো মৃত
শরীর, তোমার জন্যে ফুটছে জন্মফুল
তোমার জন্যে শূন্যে উড়ছে তুমুল বাজনা

নড়ো না তুমি, নাড়াও
বলো-
পথিক, তুমি বাজনা তুলে নাও
পথিক, তুমি নৃত্যরত তারাদের বাজনার সঙ্গমে
জুড়ে দাও বিভিন্ন প্রতিবাদ…

 

 

 

 

 

নরম রোদের পিরহান

এই যে, ছুঁয়ে আছো
থাকো…
নরম রোদের পিরহান হয়ে থাকো

প্রার্থনার পাখি তুমি
উড়ে গেলে অন্ধ হবে আকাশ
উড়ে গেলে হবে শূন্য করতল

যেও না
চলে তো যায় সবাই
সবার জন্যে প্রার্থনায় বিগলিত হয় না ঈশ্বর
সবার জন্যে ফোটে না মেঘফুল

তুমি ছুঁয়ে আছো
থাকো…
তোমার জন্যে মেঘের ফুল
কানে পরুক নরম রোদের দুল

 

 

 

 

🍂অঙ্কন : প্রীতি দেব ও আন্তর্জালিক

এক নজরে 👉 সাশ্রয় নিউজ-এ আপনিও পাঠাতে পারেন স্থানীয় সংবাদ। এছাড়াও রবিবারের সাহিত্য স্পেশাল-এর জন্য উপন্যাস, কবিতা (একধিক কবিতা পাঠালে ভালো হয়। সঙ্গে একটি লেখক পরিচিতি।) গল্প, প্রবন্ধ, গদ্য, পুস্তক আলোচনা (আলোচনার জন্য দুই কপি বই পাঠাতে হবে), ভ্রমণ কাহিনীলেখার সঙ্গে সম্পূর্ণ ঠিকানা ও যোগাযোগ নম্বর থাকতে হবে। অবশ্যই কোনও প্রিন্ট বা ডিজিটাল মাধ্যমে এমনকী কোনও সোশ্যাল মিডিয়াতে বা পোর্টালে পূর্ব প্রকাশিত লেখা পাঠাবেন না। ই-মেল করে লেখা পাঠান। মেল আই ডি : editor.sasrayanews@gmail.com

 

 

 

বি: দ্র: সমস্ত লেখা লেখকের নিজস্ব। দায় লেখকের নিজস্ব। কোনও বিতর্কিত বিষয় হলে সংবাদ সংস্থা কোনওভাবেই দায়ী থাকবে না এবং সমর্থন করে না। কোনও আইনি জটিলতায় সাশ্রয় নিউজ চ্যানেল থাকে না। লেখক লেখিকা প্রত্যেকেই লেখার প্রতি দ্বায়িত্ববান হয়ে উঠুন। লেখা নির্বাচনে (মনোনয়ন ও অমনোনয়ন) সম্পাদকমণ্ডলীর সিদ্ধান্তই চূড়ান্ত।

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment